বিবিধ - ৬ : মাহে রমাদানের প্রস্তুতিতে যে বইগুলো আপনার প্রয়োজন হতে পারে..
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৩ জুন, ২০১৫, ০৭:২৮:৩২ সন্ধ্যা
১। মহাগ্রন্থ আল কুরআনের একটি তাফসীর :
(যেমন-মারেফুল কুরআন-মুফতি মুহাম্মদ শফি অথবা তাফহীমূল কুরআন)
২। হাদীস গ্রন্থ : রিয়াদুস সালেহীন অথবা হাদীসের আলোকে মানব জীবন
৩। পবিত্র রমজানে আল্লাহর সন্তুষ্টি লাভের উপায়-শায়খ মুহাম্মদ বিন সালেহ আল্ উসাইমিন
৪। নামায-রোযার হাকীকত
৫। খোশ আমদেদ মাহে রমযান-খুররম মুরাদ
৬। সিয়াম সাধনা ও রমজান-ড.আবদুল মুনিম খান
৭। সিয়াম ও রমজান-সম্পদনায় আবু তাহের সিদ্দিকী (ইফাবা)
৮। রমজান কুরআন তাকওয়া
৯। রমজানের তিরিশ শিক্ষা-এ, এন, এম, সিরাজুল ইসলাম
১০। রোযার হুকুম ও মাসাইল-আবুল কালাম আযাদ
১১। রমাদানের বার্তা ও শত মাস'আলা-মুহাম্মদ মাহমুদুল হাসান
১২। মাহে রামাদান তাকওয়ার মিনার-ওয়ামী বুক সিরিজ
১৩। রমাদান আমাদের কি করা উচিত-সিআর পিএস
১৪। মাহে রমজানে আল কুরআন ও চিকিসা বিজ্ঞানময় রোযা-মাওলানা মো: সাইফুদ্দিন বেলালী
১৫। রমজানের ৬০ শিক্ষা ও ৩০ ফতোয়া-পিস পাবলিকেশন্স-ঢাকা
১৬। আল্ মুনীর সিয়াম স্মারক গ্রন্থ
১৭। ইসলামে যাকাতের বিধান-আল্লামা ইউসুফ আল কারযাভী
১৮। যাকাতের হাকীকত
এবং আরো অন্যান্য বই। যেগুলো এ মুহুর্তে মন আসছে সেগুলো লিখলাম।
এই বইগুলো হতে পারে আপনার রমজানে হক আদায় করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে সহায়ক। বাজারে অনেক হাবিজাবি এবং বিদাআতপূর্ণ বইয়ে সয়লাব, ক্রয় করার সময় সতর্ক থাকুন। মকসুদুল মোমেনীন এবং আমলে নাজাত বা বিভিন্ন ভুলে কাহিনীমূলক বই ক্রয় করবেন না। প্রকাশকরা সাময়িক ফায়দা লুটাতে বইয়ের মান নিয়ে চিন্তা করেন না। আধুনিক প্রকাশনী, প্রফেসরস বুক কর্ণার, প্রীতি প্রকাশন, শতাব্দী প্রকাশনী, বাংলাদেশ ইসলামিক সেন্টার, খায়রুন প্রকাশনী, আইসিএস প্রকাশনী, আযাদ বুকস্, আহসান পাবলিকেশন্স, আল কুরআন একডেমী লন্ডন, কাঁটাবন বুক কর্ণার, গ্লোবাল পাবলিশিং নেটওয়ার্ক, ওয়ামী বুক সিরিজ-এজাতীয় প্রকাশন থেকে কেনার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের মাহে রমাদানের ৩০টি রোযা সঠিকভাবে পালনের তৌফিক দান করুন।
===
বিষয়: বিবিধ
২১৫৬ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
যাকাতের হাকিকত-ডঃ আবু বকর রফিক। সিআরপিএস প্রকাশিত।
এই বইটিও লিস্ট এ অন্তর্ভুক্ত করতে পারেন।
মন্তব্য করতে লগইন করুন