বিবিধ - ৬ : মাহে রমাদানের প্রস্তুতিতে যে বইগুলো আপনার প্রয়োজন হতে পারে..

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৩ জুন, ২০১৫, ০৭:২৮:৩২ সন্ধ্যা



১। মহাগ্রন্থ আল কুরআনের একটি তাফসীর :

(যেমন-মারেফুল কুরআন-মুফতি মুহাম্মদ শফি অথবা তাফহীমূল কুরআন)


২। হাদীস গ্রন্থ : রিয়াদুস সালেহীন অথবা হাদীসের আলোকে মানব জীবন

৩। পবিত্র রমজানে আল্লাহর সন্তুষ্টি লাভের উপায়-শায়খ মুহাম্মদ বিন সালেহ আল্‌ উসাইমিন

৪। নামায-রোযার হাকীকত

৫। খোশ আমদেদ মাহে রমযান-খুররম মুরাদ

৬। সিয়াম সাধনা ও রমজান-ড.আবদুল মুনিম খান

৭। সিয়াম ও রমজান-সম্পদনায় আবু তাহের সিদ্দিকী (ইফাবা)

৮। রমজান কুরআন তাকওয়া

৯। রমজানের তিরিশ শিক্ষা-এ, এন, এম, সিরাজুল ইসলাম

১০। রোযার হুকুম ও মাসাইল-আবুল কালাম আযাদ

১১। রমাদানের বার্তা ও শত মাস'আলা-মুহাম্মদ মাহমুদুল হাসান

১২। মাহে রামাদান তাকওয়ার মিনার-ওয়ামী বুক সিরিজ

১৩। রমাদান আমাদের কি করা উচিত-সিআর পিএস

১৪। মাহে রমজানে আল কুরআন ও চিকিসা বিজ্ঞানময় রোযা-মাওলানা মো: সাইফুদ্দিন বেলালী

১৫। রমজানের ৬০ শিক্ষা ও ৩০ ফতোয়া-পিস পাবলিকেশন্স-ঢাকা

১৬। আল্‌ মুনীর সিয়াম স্মারক গ্রন্থ

১৭। ইসলামে যাকাতের বিধান-আল্লামা ইউসুফ আল কারযাভী

১৮। যাকাতের হাকীকত

এবং আরো অন্যান্য বই। যেগুলো এ মুহুর্তে মন আসছে সেগুলো লিখলাম।

এই বইগুলো হতে পারে আপনার রমজানে হক আদায় করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে সহায়ক। বাজারে অনেক হাবিজাবি এবং বিদাআতপূর্ণ বইয়ে সয়লাব, ক্রয় করার সময় সতর্ক থাকুন। মকসুদুল মোমেনীন এবং আমলে নাজাত বা বিভিন্ন ভুলে কাহিনীমূলক বই ক্রয় করবেন না। প্রকাশকরা সাময়িক ফায়দা লুটাতে বইয়ের মান নিয়ে চিন্তা করেন না। আধুনিক প্রকাশনী, প্রফেসরস বুক কর্ণার, প্রীতি প্রকাশন, শতাব্দী প্রকাশনী, বাংলাদেশ ইসলামিক সেন্টার, খায়রুন প্রকাশনী, আইসিএস প্রকাশনী, আযাদ বুকস্‌, আহসান পাবলিকেশন্স, আল কুরআন একডেমী লন্ডন, কাঁটাবন বুক কর্ণার, গ্লোবাল পাবলিশিং নেটওয়ার্ক, ওয়ামী বুক সিরিজ-এজাতীয় প্রকাশন থেকে কেনার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের মাহে রমাদানের ৩০টি রোযা সঠিকভাবে পালনের তৌফিক দান করুন।

===

বিষয়: বিবিধ

২১৫৬ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

325609
১৩ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
এ,এস,ওসমান লিখেছেন : দারুণ একটা বওই এর লিস্ট দিয়েছেন।

আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
১৪ জুন ২০১৫ দুপুর ১২:৫০
267927
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ ওসমান ভাই..
325611
১৩ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৫০
বার্তা কেন্দ্র লিখেছেন : ভালো লাগল, পিলাচ পিলাচ পিলাচ
১৪ জুন ২০১৫ দুপুর ১২:৫০
267928
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ..
325614
১৩ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৫৯
শেখের পোলা লিখেছেন : আমিন৷
১৪ জুন ২০১৫ দুপুর ১২:৩৭
267910
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ধন্যবাদ।
325616
১৩ জুন ২০১৫ রাত ০৮:১০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ সমকালীন বিষয়ের বইয়ের লিস্ট দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য। আশা করি সবারই উপকারে আসবে।
১৪ জুন ২০১৫ দুপুর ১২:৩৮
267912
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ। দোয়া করবেন।
325622
১৩ জুন ২০১৫ রাত ০৮:১৮
মোঃ আবু তাহের লিখেছেন : ধন্যবাদ, শেয়ার করার জন্য।
১৪ জুন ২০১৫ দুপুর ১২:৩৯
267913
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ.
325635
১৩ জুন ২০১৫ রাত ০৯:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
যাকাতের হাকিকত-ডঃ আবু বকর রফিক। সিআরপিএস প্রকাশিত।
এই বইটিও লিস্ট এ অন্তর্ভুক্ত করতে পারেন।
১৪ জুন ২০১৫ দুপুর ১২:৪১
267920
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অবশ্যই। এড করা হবে..মনে ছিল না..ধন্যবাদ। নামটা কি যাকাতের হাকীকত নাকি একটু ভিন্ন মনে হয় সবুজ ভাই..
১৪ জুন ২০১৫ রাত ১০:০৩
268059
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঠিক ধরেছেন। "যাকাতের আহকাম"।
325648
১৩ জুন ২০১৫ রাত ১০:০৩
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জাযাকাল্লাহ খাইর
১৪ জুন ২০১৫ দুপুর ১২:৪২
267922
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম, আশা করি ভাল আছেন..দোয়া করবেন।
325685
১৪ জুন ২০১৫ রাত ০৩:৫১
রাইয়ান লিখেছেন : এই বইগুলো সংগ্রহে থাকলে ব্যক্তিগত সংগ্রহ সমৃদ্ধ হবে , তাতে কোনো সন্দেহ নেই। অনেক ধন্যবাদ আপনাকে।
১৪ জুন ২০১৫ দুপুর ১২:৪৩
267924
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বইগুলো আমার কালেকশানে আছে রাইয়ান ভাই..আপনাকেও ধন্যবাদ..
325687
১৪ জুন ২০১৫ রাত ০৪:৩১
তবুওআশাবা্দী লিখেছেন : এই বইগুলোর একটিও এই মুহুর্তে আমার কাছে নেই| এই বইগুলোর কোনোটাকি ইন্টারনেট থেকে ডাউনলোড করা যাবে? ধন্যবাদ, চমত্কার কিছু বই সম্পর্কে জানানোর জন্য |
১৪ জুন ২০১৫ দুপুর ১২:৪৪
267925
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বইগুলো আমার কালেকশানে আছে। সবগুলো যাবে না মনে হয়..ধন্যবাদ
১০
325696
১৪ জুন ২০১৫ সকাল ০৭:৪৫
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ
১৪ জুন ২০১৫ দুপুর ১২:৪৪
267926
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ..
১১
325773
১৪ জুন ২০১৫ বিকাল ০৪:৫৭
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সকলের জন্য দরকারী পোষ্টটি শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ । Rose Rose
১৪ জুন ২০১৫ রাত ০৮:০৪
268019
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি..
১২
325895
১৫ জুন ২০১৫ সকাল ০৫:৫৭
ধ্রুব নীল লিখেছেন : জাযাকাল্লাহ খাইর
১৫ জুন ২০১৫ দুপুর ০১:৫৩
268160
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে..
১৩
325960
১৫ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:০৫
সালাম আজাদী লিখেছেন : এত বড় লিস্ট দিয়েছেন কেন মাসূম ভাই, কেও কি পড়তে পেরেছে এত গুলো বই। এমন কি আমি বলি শুধু কুরআন পড়া হোক। তিলাওয়াত ও যে গুলো মুখস্ত ছিলো তার রিভিশান ও নতুন কিছু মুখস্ত করা। এতেই সময় চলে যায়, আর অন্য বই কখন পড়বো। অবশ্য ই'তিকাফ কারীদের জন্য তাফসীর ও হাদীস পড়া যেতে পারে
৩১ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৪৭
295474
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ স্যার। দেরিতে রিপ্লে করলাম, দুঃখিত তাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File