কবিতা-৫ : উপকুলের কান্না

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৬ মে, ২০১৫, ০৬:৪৬:৩০ সন্ধ্যা



জোয়ারের বেগে হচ্ছে মানুষ ভিন্‌ দেশেতে পাচার

থাই জঙ্গলে ধৃতরা সব আকুতি জানায় বাঁচার।

বাংলা-বার্মার বনী আদম প্রতিনিয়ত হচ্ছে শিকার

নিরীহজনের তরে যেন ভাগ্যলিপি হারিয়ে যাবার!

কোথায় গেল জাতিসংঘ কোথায় আজ ওআইসি?

কোথায় গেল মানবাধিকার, যেন এলো বানবাসী!

উপকুলে গড়ে উঠেছে চোরাচালানের কারবার

পুরো দেশটাই নেটওয়ার্কে মুঠোয় সব গডফাদার।

আরাকানীরা মগের ত্রাসে ছাড়ছে ভিটা বাঁচার তরে

ঝড়-তুফান আসুক যত চোখ রাঙানী নাহি ডরে।

মোদের দেশের তরুণেরা হাজার হাজার বেকার

কর্মসংস্থান খোঁজার লাগি হচ্ছে তারা পগার।

মহাজনীর কারবারীদের শুধুই দরকার টাকার,

ধরা খেলে পাচারকৃতরা লজ্জা কি মুখ ঢাকার!

এমন নিষ্ঠুর অমানবিক কাজ জেঁকে বসেছে

হায়রে! কত মানব-সম্পদ সাগরে তলিয়ে গেছে।

মানবতার আহাজারি, চলছে উপকুলের কান্না

মজলুমরা কোথা যাবে, কোথায় দেবে ধর্না।

ইস্যু যখন তরতাজা করবে কয়দিন হা-হুতাশ

শ্রেষ্ঠ জীব মানুষেরাই, মানুষরে বানায় দাস!

১৬/০৫/২০১৫

======

বিষয়: সাহিত্য

১৪৪৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320397
১৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২০
শেখের পোলা লিখেছেন : কবিতা সুন্দর হয়েছে৷ বিষয়বস্তু বেদনা দায়ক৷ 'গড মেইড ল্যাণ্ড, ম্যান মেইড বর্ডার৷'
১৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
261470
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনার ভাললাগাই অনুপ্রেরণার উৎস। ধন্যবাদ আপনাকে।
320398
১৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Sad Sad Sad এসব ভেবে কষ্ট লাগে
১৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
261471
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ঠিক বলেছেন,ধন্যবাদ।
320408
১৬ মে ২০১৫ রাত ০৮:০৭
লজিকাল ভাইছা লিখেছেন : চমৎকার পোষ্ট, অনেক অনেক ধন্যবাদ । সাথে নিজের কিছু অনুভূতিও বলিঃ
প্রাকৃতিক ভূমিকম্পে যখন নেপাল বিপযস্থ তখন সবার মানবতা জেগে উঠে, একজন জালিম শাসকও ৩০০০ কিলো মিটার দূরে সাহায্য পাঠায় । গুড জব ! আমি সাধুবাদ জানাই। কিন্তূ মানুষ সৃষ্ট ভূমিকম্পে যখন নিজেদের সীমান্ত দেশ আরকান লণ্ডভণ্ড, আরকানের জীব গুলো যখন বাঁচার জন্য আল্লাহ্ জমিনে আশ্রয় না পেয়ে কুলহীন সমুদ্রতে জাপিয়ে পড়ছে, তখন আমাদের চেতনা বেঘোরে ঘুমায়। মদিনা সনদে চলা দেশ এবং তার একছত্র ক্ষমতার মালিক দেশের ১৩ তম পীর এবং একমাত্র মহিলা পীর মনে করেন এরা জীব নয়, উনার সীমান্ত রক্ষীবাহিনী আল্লাহ্ ঐ জীব গুলোর নৌকা দেখলেই গুলি চালায়।
আর মুসলিম জাহান তার কথা আর কি বলব, মুসলিম জাহানেরা বাদশারা তাদের হেরেম সাঁজাতে ব্যস্ত, সেখানে কি ইসরাইলী না কি ভারতী, না কি ইউরোপীয় নারী বেশী শোভা পাবে সেই চিন্তায় অস্থির, কেউবা ঘোড়ার রেসে ব্যস্ত। কেউবা সোনার তৈরি বাথরুম সাঁজাতে ব্যস্ত। কিন্তু এই জাহানের প্রকৃত মালিক সবই দেখছেন, ঐ জীব গুলোরও মালিক তিনি, একসময় তারাও ঐ অঞ্চলে রাজত্ব করেছিল আর আজ তারা মাথা গুঁজার জন্য আল্লাহর জমিনে ঠাই পাচ্ছে না!! দায়িত্ব অবহেলার জন্য, আল্লাহর পাকড়াও থেকে কেউ এদের বাঁচাতে পারবেনা ।
১৬ মে ২০১৫ রাত ০৯:০৮
261482
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : একটি চমৎকার মন্তব্যের জন্য প্রথমেই আপনাকে জানাই ধন্যবাদ। আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ঠিকই বলেছেন, “মুসলমানদের মানবাধিকার থাকতে নেই।” তাই বলা যায় নিষ্ঠুর এ পৃথিবীতে আল্লাহর সাহায্য ছাড়া আর কোন পথ নেই। আর সাহায্যের উপযুক্ত হওয়ার জন্যও দরকার প্রয়োজনীয় গুণাবলী।
320410
১৬ মে ২০১৫ রাত ০৮:১২
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : মজলুম মানুষের আর্তনাদ আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে ।
১৬ মে ২০১৫ রাত ০৯:১৩
261485
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অতি সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ।
আপনি ঠিকই বলেছেন, মজলুমের কান্নায় পৃথিবী ভারি হয়ে উঠেছে।
এর জন্য ক্ষমতা লোভী নিষ্ঠুর মানুষদের পাশাপাশি আমরাও কি কম দায়ী নই?
320534
১৭ মে ২০১৫ দুপুর ০১:৩৯
egypt12 লিখেছেন : ওআইসি-ই আজকে সবচেয়ে অথর্ব সংস্থা।
১৭ মে ২০১৫ বিকাল ০৪:২৬
261639
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : OIC-MEANS,OH! I SEE.. ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File