কবিতা-৪ : নিপীড়িত মানুষ আমাকে ডাকছে
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১২ মে, ২০১৫, ০৯:৪৩:২৩ রাত
আমি তো জানি আমার হা-হুতাশ আর
পেরেশানীতে কারো কিছু যায় আসে না,
আমার অভিশাপে কারো কোন অকল্যাণ হবে না!
আমার অনুরোধে কারো প্রত্যাশার পারদ উপরে উঠবে না
আমার আপত্তিতে, কোন কাজ অসমাপ্ত রবে না
আমার প্রতিবাদে কোন অন্যায়-জুলুম বন্ধ হবে না!
আমার কষ্টে কেউ কোন সমবেদনা জানাতে আসবে না!
আমার চলার পথে অনেক বাধা-বিপত্তি আসবেই
আমার অগ্রযাত্রায় কারো রোষানলের আগুন জ্বলবেই
আমার প্রেমে-ভালবাসায় কারো আপত্তি থাকবেই
আমার উন্নতিতে ছেদের জন্য অগ্নিগোলা নিক্ষিপ্ত হবেই।
আমা অগ্রগতিতে কেউ বিষাক্ত তীর হানবেই
আমার লক্ষ্যপানে অশুভ শক্তির ছায়া থাকবেই।
দেশ-বিদেশ, সমাজ-সংসার, যা-ই বলি না কেন,
চারদিকে এক অন্যায়, এত অনাচার
এত জুলুম, এত নির্যাতন, নিষ্পেষন
এত অশান্তি, এত কান্না, লাঞ্ছনা-গঞ্জনা
হাহাকার আর আর্তনাদ, অবিচার-ব্যভিচার
চর্ম চক্ষে দেখে দেখে কতক্ষণ আর নীরব থাকতে পারি?
আমি কি করে চুপচাপ বসে থাকতে পারি?
আমি কি বিবেকবান মনুষ্যপদবাচ্য নই?
আমার গায়ের রং যা-ই হোক না কেন,
আমার রক্তের রং কি লাল নয়?
আমি কি কোন মায়ের সন্তান, বোনের ভাই নই?
আমি কি কারো পিতার আদরের, ভাইয়ের সোহাগের নই?
হাতগুটিয়ে বসে থাকাতো নপুংশকের কাজ
আমি কি কাপুরুষের মত কোন সুদর্শনা,
সুহাসিনী নারীর ছলনায় আচঁল ধরে বসে থাকব?
আমাকে নিপীড়িত মানুষ ডাকছে
আমাকে মানুষের চোখের অশ্রু, করুন-কাতর চাহনি টানছে।
আমি ঘরে বসে কোন তন্ত্রমন্ত্র,
জপমালা পাঠ করতে অস্্বীকৃতি জানাচ্ছি
আমি বিপন্ন মানুষের কাতারে শামিল হতে সবাই আহ্বান জানাই
নইলে মানবতার শত্রুরা সবকিছু নষ্ট করে ক্ষান্ত হবে।
======
বিষয়: সাহিত্য
১২৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন