গন্তব্য !!!!!!!!!

লিখেছেন লিখেছেন বিবেক নাই ১২ মে, ২০১৫, ০২:০৬:৩৮ দুপুর

আমাদের নীতি নৈতিকতাহীন জীবনে যে অবস্থা তাতে আমরা যারা ভবিষ্যত/পরবতী জগতে যারা বিশ্বাশ করি তাদের অবস্থান কোথায় হবে তা কেমন হবে তা চোখে না দেখলে কল্পনা করে দেখতে দোষ নাই।তবে সবার অবস্থাণ যে এক জাযগায় হবে তা নয়।

০১| জাহান্নামের গভীরতা এমন যে, এর মুখ থেকে একটি পাথর ফেলে দিলে জাহান্নামের তলদেশে পৌছাতে ৭০ বছর সময় লাগে। বিচারের দিন

জাহান্নাম কে ৭০ হাজার শিকল দ্বারা টেনে আনা হবে যার প্রত্যেক শিকল ৭০ হাজার ফেরেশতা বহন করবেন।

০২| জাহান্নামে চাঁদ এবং সূর্যকে নিক্ষেপ করা হবে আর জাহান্নামে তা অবলীলায় হারিয়ে যাবে।

০৩| জাহান্নামবাসীর শরীরের চামড়া ১২৬ ফুট পুরো করে দেওয়া হবে যাতে করে আযাব অত্যন্ত ভয়াবহ হয়, তাদের শরীরে আরও থাকবে তিল যার একএকটি হবে উহুদ পাহাড়ের সমান। আর জাহান্নামবাসীর বসার জায়গা হবে মক্কা থেকে মদীনা পর্যন্ত দূরত্বের সমান।

০৪| প্রতিদিন জাহান্নামের আযাব পূর্বের দিন থেকে আরও তীব্র আর ভয়াবহ করা হবে।

০৫| জাহান্নামের খাদ্য হবে কাঁটা যুক্ত গাছ আর পানীয় হবে ফুটন্ত পানি, পুঁজ, পুঁজও রক্তের মিশ্রণ এবং উত্তপ্ত তেল, এরপরও জাহান্নামবাসীর পিপাসা

এতবেশি হবে যে তারা এই পানীয় পান করতে থাকবে।

০৬| জাহান্নামের এই ভয়াবহ কল্পনাতীত আযাব অনন্ত কালধরে চলতে থাকবে, জাহান্নামবাসীরা এক পর্যায়ে জাহান্নামের দেয়াল টপকিয়ে পালাতে চেষ্টা করলে তাদেরকে লোহার হাতুড়ি দ্বারা আঘাত করে ফেলে দেওয়া হবে।

হে আল্লাহ, আমাদেরকে তুমি জাহান্নাম থেকে রক্ষা কর

বিষয়: বিবিধ

১০৩৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319567
১২ মে ২০১৫ দুপুর ০২:৪৭
মেঘবালক লিখেছেন : জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারে আল্লাহর ভয়ে ক্রন্দনরত সেই ব্যক্তির চোখের পানি। যা আল্লাহকে ভালোবেসে এবং কঠিন আযাবের শাস্তি হতে মুক্তির জন্য ঝরতে থাকে।

জাহান্নামের ধারনা দেওয়ার জন্য ধন্যবাদ।
১৩ মে ২০১৫ সকাল ০৯:৩৫
260818
বিবেক নাই লিখেছেন : আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File