আশা নিয়ে বেঁচে থাকা
লিখেছেন লিখেছেন তানভিরুল হাসান ২১ এপ্রিল, ২০১৫, ১০:৫০:৫১ সকাল
ইংরেজীতে একটা প্রবাদ আছে," Better late than never." - "একেবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভাল।।"
আসলে এই প্রবাদটি আমার জীবনের বিভিন্ন কাজকর্মের সাথে মিলে যায়।।এর ফলে মাঝে মাঝে আনন্দিত হই আর মাঝে মাঝে হতাশ হয়ে যায়।তখন একটাই চিন্তা করি মহান আল্লাহ তায়ালা যা করেন তা আমাদের ভাল'র জন্য করেন।এই ভেবে মনকে একটু শান্তশিষ্ট করি এবং সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা খুঁজি।।
ফিলিং আশাবাদী।।ইনশাআল্লাহ।।
বিষয়: বিবিধ
১১৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন