দুঃখ প্রকাশ করে বক্তব্য প্রত্যাহার করলেন অর্থমন্ত্রী , যে বক্তব্যে অটল থাকতে পারবেন না তা ঘোষণা দেন কেন ???
লিখেছেন লিখেছেন তানভিরুল হাসান ১০ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৩২:৫৮ রাত
শিক্ষকদের নিয়ে দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে তা প্রত্যাহার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিক্ষকদের জ্ঞানের অভাব আছে এটা বলা ঠিক হয়নি, তিনি বোঝাতে চেয়েছেন শিক্ষকরা না জেনেই আন্দোলন করছেন।
মন্ত্রী দুঃখপ্রকাশ করে সংবাদ সম্মেলনে বলেন- আমি যেভাবে বক্তব্যটি দিয়েছি তাতে অবশ্যই তাদের মানহানি হয়েছে। কারণ জ্ঞানের অভাবে বলা আর যথাযথ তথ্য সম্পর্কে অনাবহিত বলার মধ্যে অনেক তফাৎ। তাই আমি আমার বক্তব্য প্রত্যাহার করছি। এতে যারা দুঃখ পেয়েছেন তাদের বলবো ভুল বোঝাবুঝি এখানেই সমাপ্ত হোক।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
সূত্র মন্তব্যে
বিষয়: বিবিধ
১১১৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের মাল তেমনি এক প্রজাতি
তাই উনার রাবিশ টক গুলোও মানুষ অমৃত জ্ঞান করে সাবাড় করে দেয় ।
মন্তব্য করতে লগইন করুন