সাব্বাশ ব্যাটা বাঘের বাচ্চা
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২১ এপ্রিল, ২০১৫, ১১:৪৯:০০ সকাল
সাব্বাশ ব্যাটা বাঘের বাচ্চা
বলে দিলি সোজা সাচ্চা
কেয়া বাত, কেয়া বাত
সব শালা কুপোকাত!
সাব্বাশ ভাই সাব্বাশ
মরলো সাপ জিতলো বাঁশ
দারুন হইছে দারুন
মরাটারেই মারুন!
চমৎকার আহা চমৎকার
জন্মের পরেই সৎকার!
অসাধারণ সত্যি অসাধারণ
আস্ত ঢেকি গলাধঃকরণ
অসাম ছালা অসাম
আসামী গেলো আসাম
ব্রাভো ব্রো ব্রাভো
মাথা কোথায় নেড়াবো?
মারহাবা রে মারহাবা
হাবা হলেই মার খাবা
ফাটাফাটি ফাটাফাটি
কচুগাছ কাটাকাটি
মারভেলাস মারভেলাস
নাক বরাবর মার গেলাস
হোয়াট এ সিন, আনসিন
আলু ভরা মুড়ির টিন!
এক্সিলেন্ট দুইসিলেন্ট
হয়ে গেলো এক্সিডেন্ট
জটিল নাকি হেব্বি
কে কে তোরা খেপবি?
অস্থির আরে অস্থির
কেমনে হবো স্থির?
বুঝি না জানি না
কাউরেই মানি না---
বিষয়: সাহিত্য
৯৭৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পাকিদের হারিয়েছে
৭১ এর দালালদের
গায়ে জ্বালা ধরিয়েছে
মন্তব্য করতে লগইন করুন