একটি অসমাপ্ত ভালবাসা (৪র্থ পর্ব)

লিখেছেন লিখেছেন আমিনুল হক ৩০ ডিসেম্বর, ২০১৪, ১১:২০:২১ রাত

আমি মন দিয়ে SSC পরীক্ষার প্রস্তুতি নিতে লাগলাম। দেখতে দেখতে আমার পরীক্ষাও কাছে চলে আসল। আমি সবকিছু বাদ দিয়ে পরীক্ষা দিতে লাগলাম। পরীক্ষা দিতে দিতে প্রায় মাস চলে গেল। আমি পরীক্ষা দিয়ে সবার আগে রানীর সাথে পরীক্ষায় ঘটে যাওয়া সব কিছু নিয়ে অনেকক্ষন মোবাইলে কথা বললাম। ওর সাথে কথা বলার পর মনটা যেন অনেক হালকা লাগল। অনেকদিন কথা না বলার কষ্টটাও মুছে গেল। সপ্তাহে ২/৩ দিন আমি রানীর সাথে কথা বলতাম, আর আমার পরীক্ষার রেজাল্ট এর অপেক্ষায় ছিলাম। এভাবে চলতে লাগল আমার দিনকাল। দেখতে দেখতে আমার পরীক্ষার রেজাল্ট বের হবার সময়ও এসে গেল। রেজাল্ট এর দিন আমি বাড়ি না থেকে অন্য এক জায়গায় চলে যাই। বিকালে যখন বাড়ি ফিরছিলাম তখন আমার স্কুলের পড়ুয়া ছোট ভাইবোনরা পরিচিত অনেকে আমাকে রাস্তায় পেয়ে খুশির খবর দিতে লাগল। আমি নাকি SSC পরীক্ষায় উক্তিন হয়েছি। খবরটা শুনে আমি নিজেকে বিশ্বাস করতে পারলামনা। আমার মত একটা ছেলে SSC পরীক্ষায় পাশ করে ফেললাম। আসলে ৬ষ্ট শ্রেনী থেকে ১০ম শ্রেনী পর্যন্ত আমি কোনদিন ঠিকমত পড়ালেখা করে দেখিনি। ১ম থেকে ৫ম শ্রেনী পর্যন্ত আমি স্কুলের সবচেয়ে ভাল ছাত্র ছিলাম। কিন্তু যখন ৬ষ্ট শ্রেনীতে ভর্তি পরীক্ষা দিলাম তখন থেকেই লেখাপড়ার প্রতি আমি মনোযোগ হারিয়ে ফেলি। আর সবচেয়ে বড় ধাক্কা খেয়েছিলাম যখন ৫ম শ্রেনীতে আমার প্রিয় দাদী মারা যান। যিনি আমায় হাতে ধরে লেখাপড়া শিখিয়েছিলেন। দাদী মারা যাবার পর থেকেই আমি দিন দিন লেখাপড়ায় অমনোযোগী হয়ে পড়ি। SSC পরীক্ষার আগে বাবা বার বার বলতেন যদি পরীক্ষায় ফেল করি তাহলে আর আমার লেখাপড়া হবেনা। আর বাবা এসব বলতেন এই জন্য, যে ছেলেকে নিয়ে বাবা গর্ব করতেন সেই ছেলের এই অবস্থা দেখে বাবা রাগ করাটাই স্বাভাবিক। যাইহোক বাড়িতে যাবার পর মা-বাবা সবাই খুশি। আর সেই সময় আমাকে রানী ফোন দিয়ে শুভেচ্ছা জানাল।

বিষয়: বিবিধ

৯৯২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298202
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৫২
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
298208
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৫৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
298212
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ০২:৫২
আমিনুল হক লিখেছেন : ধন্যবাদ
298313
৩১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৪১
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
298328
৩১ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৫
অনেক পথ বাকি লিখেছেন : বেশ ভালো লাগলো চালাতে থাকুন। ব্লগে নিয়মিত হোন ভালো লাগবে।
312037
৩১ মার্চ ২০১৫ দুপুর ০৩:২৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগলো চালিয়ে যান......।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File