পরীক্ষা না দিয়েও জিপিএ-৫।বিনাভোটে এমপি, মন্ত্রী ,প্রধানমন্ত্রী , স্পিকার , হতে পারলে -- পরীক্ষা না দিয়েও জিপিএ-৫ পাবে না কেন ?

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ৩০ ডিসেম্বর, ২০১৪, ১১:০০:২৯ রাত



প্রায় তিন মাস আগে স্বপরিবারে হাতীবান্ধা ছেড়ে ঢাকায় গার্মেন্টসে কাজ নেয় সাজ্জাদ হোসেন সাকিব। স্কুলের মডেল টেস্ট পরীক্ষাতেও অংশ নিতে পারেনি। অথচ সেই সাজ্জাদ পিএসসি পরীক্ষায় অংশ না নিয়েই পেল জিপিএ-৫।

সাকিবের মার্কশিট -

সাকিব কোরবানির ঈদের সময় বাবা-মার সাথে ঢাকা গেছে। সেখানে তারা স্বপরিবারে গার্মেন্টসে কাজ করায় আর বাড়ি ফিরেনি। তাই সে এবছর সমাপনি পরীক্ষায় অংশ নিতে পারেনি।

স্কুলে আসা মার্কশিটে দেখা গেছে, সাকিব সব বিষয়ে এ প্লাস পেয়ে জিপিএ গোল্ডেন পেয়েছে।

এদিকে একই স্কুলের শিক্ষার্থী মিম মানতাসা সব বিষয়ে অংশ নিলেও রহস্যজনক কারনে তাকে বাংলা পরীক্ষায় অনুপুস্থিত দেখানো হয়েছে। এতে যথারীতি ফেল করেছে শিশুটি।

http://shar.es/1Huv1S



পরীক্ষা না দিয়েও জিপিএ-৫!

লালমনিরহাটে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) অংশ না নিলেও জিপিএ-৫ পেয়েছে সাজ্জাদ ইসলাম শাকিব নামে এক ছাত্র।



মঙ্গলবার দুপুরে ঘোষিত ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তদের তালিকায় তার নাম এসেছে।হাতীবান্ধা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ পিএসপি পরীক্ষায় ওই বিদ্যালয় থেকে ৯১ জন শিক্ষার্থী অংশ নেয়। সাজ্জাদ ইসলাম শাকিব তাদের মধ্যে অনুপস্থিত ছিল । তার রোল নং ২৪৩৫। কিন্তু প্রকাশিত ফলাফলে দেখা যায় শাকিব জিপিএ-৫ পেয়েছে।

বিষয়: বিবিধ

১৭৭৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298178
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমি আবার স্কুলে ভর্তি হব!!!
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৫১
241694
মাহফুজ মুহন লিখেছেন : জি পি ৫ নিশ্চিত
298181
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৪৯
মোতাহারুল ইসলাম লিখেছেন : এতে বোঝা যাচ্ছে, কারোরই ফলাফল স্বঠিক নয়, সবই হয়ত বা খেয়াল খুশী মত দেয়া ফলাফল।
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৫২
241695
মাহফুজ মুহন লিখেছেন : পাশের বন্যায় টাল মাতাল অবস্থা
298194
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ০১:১৯
sarkar লিখেছেন : রাম, বাম আর অথর্ব শিহ্মা মন্ত্রীদের দিয়ে শিহ্মা ব্যবস্হা এর চেয়ে ভাল হবে না।
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৫২
241696
মাহফুজ মুহন লিখেছেন : কথিত প্রগতিশীল নেতার কারবার , মন্ত্রী হয়ে চলছে প্রশ্ন ফাসের মহড়া
298225
৩১ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:১৯
কাঁচের বালি লিখেছেন : ডিজিটাল দেশ
ডিজিটাল সরকার
ডিজিটাল মুক্তি যোদ্ধা
ডিজিটাল শিক্ষা
ডিজিটাল পাস
বাহ !
দেশ কত এগিয়ে !!!!!
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৫৩
241697
মাহফুজ মুহন লিখেছেন : ডিজিটাল পাস Crying
298268
৩১ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৫৩
হতভাগা লিখেছেন : এমন অনেক কিছুই হবে যা কখনও ঘটেনি আগে

এমন সময়ও হয়ত আসবে যে জন্মের আগেই সন্তানের জন্মাদাতা/দাত্রী হয়ে গেছে।
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৫৩
241698
মাহফুজ মুহন লিখেছেন : জন্মের আগেই সন্তানের জন্মাদাতা/দাত্রী হয়ে গেছে।Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File