পরীক্ষা না দিয়েও জিপিএ-৫।বিনাভোটে এমপি, মন্ত্রী ,প্রধানমন্ত্রী , স্পিকার , হতে পারলে -- পরীক্ষা না দিয়েও জিপিএ-৫ পাবে না কেন ?
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ৩০ ডিসেম্বর, ২০১৪, ১১:০০:২৯ রাত
প্রায় তিন মাস আগে স্বপরিবারে হাতীবান্ধা ছেড়ে ঢাকায় গার্মেন্টসে কাজ নেয় সাজ্জাদ হোসেন সাকিব। স্কুলের মডেল টেস্ট পরীক্ষাতেও অংশ নিতে পারেনি। অথচ সেই সাজ্জাদ পিএসসি পরীক্ষায় অংশ না নিয়েই পেল জিপিএ-৫।
সাকিবের মার্কশিট -
সাকিব কোরবানির ঈদের সময় বাবা-মার সাথে ঢাকা গেছে। সেখানে তারা স্বপরিবারে গার্মেন্টসে কাজ করায় আর বাড়ি ফিরেনি। তাই সে এবছর সমাপনি পরীক্ষায় অংশ নিতে পারেনি।
স্কুলে আসা মার্কশিটে দেখা গেছে, সাকিব সব বিষয়ে এ প্লাস পেয়ে জিপিএ গোল্ডেন পেয়েছে।
এদিকে একই স্কুলের শিক্ষার্থী মিম মানতাসা সব বিষয়ে অংশ নিলেও রহস্যজনক কারনে তাকে বাংলা পরীক্ষায় অনুপুস্থিত দেখানো হয়েছে। এতে যথারীতি ফেল করেছে শিশুটি।
http://shar.es/1Huv1S
পরীক্ষা না দিয়েও জিপিএ-৫!
লালমনিরহাটে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) অংশ না নিলেও জিপিএ-৫ পেয়েছে সাজ্জাদ ইসলাম শাকিব নামে এক ছাত্র।
মঙ্গলবার দুপুরে ঘোষিত ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তদের তালিকায় তার নাম এসেছে।হাতীবান্ধা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ পিএসপি পরীক্ষায় ওই বিদ্যালয় থেকে ৯১ জন শিক্ষার্থী অংশ নেয়। সাজ্জাদ ইসলাম শাকিব তাদের মধ্যে অনুপস্থিত ছিল । তার রোল নং ২৪৩৫। কিন্তু প্রকাশিত ফলাফলে দেখা যায় শাকিব জিপিএ-৫ পেয়েছে।
বিষয়: বিবিধ
১৭৭৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ডিজিটাল সরকার
ডিজিটাল মুক্তি যোদ্ধা
ডিজিটাল শিক্ষা
ডিজিটাল পাস
বাহ !
দেশ কত এগিয়ে !!!!!
এমন সময়ও হয়ত আসবে যে জন্মের আগেই সন্তানের জন্মাদাতা/দাত্রী হয়ে গেছে।
মন্তব্য করতে লগইন করুন