সাদা কালো স্বপ্ন.....

লিখেছেন লিখেছেন sarkar ৩০ নভেম্বর, ২০১৪, ০২:০৫:১৪ দুপুর

যখন বিদেশ আসার জন্য পাসপোর্ট করলাম তখন চোখে ছিল রঙ্গীন স্বপ্ন। বিদেশ গিয়ে অনেক অনেক টাকা উপার্জন করব। জীবনের জাহাজ নোঙ্গর করবে মধ্যবিত্ত ছেড়ে উচ্চ বিত্তের বন্দরে। যেখানে থাকবেনা না পাওয়ার কোন আর্তনাদ। তখনকার ভাবনাগুলি ছিল সব পজিটিভ। সব ছিল রঙ্গীন। কারণ জানতাম না বিদেশে কি করতে হয়। আর কাজের কেমন পারিশ্রমিক পাওয়া যায়। শুধু জানতাম বিদেশ মানেই অনেক অনেক টাকা। তার পর একে একে ১৪ টি বছর কেটে গেল। সে এক মহা রণ। যাকে বলি জীবন সংগ্রাম। কিংবা জীবন যুদ্ধ। এই যুদ্ধে জয় পরাজয় নেই। এখানে কথা হল do or die. কর না হয় মর। আমার দেখা অনেকেই জীবন ও জীবিকার তাগিদে এসেছিল এরা আর কোন দিন ফিরবেনা। না ফেরার দেশে চলে গেছে। আর আমরা যারা এখনও আছি তাদের ১৪বছর আগের রঙ্গীন স্বপ্ন গুলি দিনদিন রঙ হারিয়ে সাদা হয়ে গেছে। হয়ত আর কিছুদিন বেঁচে থাকলে সাদাও কাল হয়ে যাবে। এভাবে শেষ হয়ে যায় প্রবাসে পাড়ি জমানো বেশির ভাগ মানুষের জীবন। আমি গত বছর ডিসেম্বরে মালয়েশিয়া গিয়েছিলাম আমার কোম্পানির কাজে। ছিলাম ওখানে ৬ মাস। যে প্রজেক্টে কাজ করেছিলাম সেটা ছিল জহর বারুর কিং সুলতানের প্রজেক্ট। এটা কন্ডো ৮৬ তলা হবে। সেখানে কাজ করতে গিয়ে পাবনার আতাইকুলার বেশ কিছু লোক পেলাম। আরো পেলাম নরসিংদী, ফরিদপুর, যশোরের বেশ কিছু বাংলাদেশী। আমি ছয় মাস কাজ করতে গিয়ে যা দেখলাম তার একদিনের কথা বলব। পাবনার ছেলেটার নাম রোকন। সে ক্রেনের সিগনাল দেয়। ক্রেন দিয়ে একটা ওয়েল্ডিং মেশিন সরাতে সে ক্রেন অপারেটরকে বলল। (অপারেটর মালেয়শিয়ান)। অপারেটর ওয়েল্ডিং মেশিনটা কেরি করে কোথায় রাখবে সে রোকনের কাছে জানতে চাইল। রোকন বলল অপেক্ষা করতে। আর কোন কথা না বলে অপারেটর ক্রেন থেকে নেমে রোকনকে কিল, ঘুষি লাথি এলোপাথারি মারতে থাকে। মেরে রক্তাক্ত করে দিল। আমি বসকে বললাম বিচার করতে। বস তাকে শাস্তি হিসাবে ১ মাসের জন্য বরখাস্ত করে। আর রোকনকে ডাক্তার আর ঔষদের টাকা দেয়। এই হল বিচার। আমি জানিনা এভাবে কত শত বাংলাদেশী ভাই সারা বিশ্বে মার খাচ্ছে প্রতিদিন। তারপরও দেশে ফোন করে বলতে হয় আমি ভাল আছি। তোমরা ভালতো?

বিষয়: বিবিধ

১৩৫১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

289890
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০৬
ফেরারী মন লিখেছেন : পড়ে ভীষণ কষ্ট পেলাম। আরো পেলাম সেদেশে বিচারহীনতার নজির দেখে। গরীব দেশের মানুষ আমরা তাই তো এসব সহ্য করেই চলতে হয়। দেশে যেহেতু কাজ নেই সেহেতু বিদেশে গিয়েই তো কাজ করতে হবে। কি করার।
289911
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪১
আফরা লিখেছেন : দূর্বলেরা সব জায়গায়ই নির্যাতীত হয়, হোক সেটা দেশ বা বিদেশ ।
289959
৩০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমাদের দুতাবাস এর দুর্বলতা আর তথাকথিত শিক্ষিত মানুষদের ব্যবহার এ্ই দুর্ভোগ এর জন্য দায়ি।
303451
০৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:৩৪
ভোলার পোলা লিখেছেন : কষ্ট পেলাম। কিন্তু এটাই জীবন ...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File