জামাতের পোষা একজন এজেন্ট

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৮ ডিসেম্বর, ২০১৫, ০৪:৪৬:২৬ বিকাল



যে দলের কোন নিদৃষ্ট আদর্শ নেই। যারা রাজনীতিতে ধর্মকে তাদের সুবিধা মত ব্যাবহার করে, সময়ের প্রয়োজনে সেই ধর্মকে তারা তাদের কাজে উপেক্ষিত করে, তাদের দ্বারা দেশের কোনও রকমের মঙ্গল হতে পারে না। স্বাধিনতার চুয়াল্লিশ বছর পরও এই মৌলবাদি সংগঠনটি বাংলাদেশে জঙ্গি বাদ, মৌলবাদ সৃষ্টি করতে চেয়েছিল। বাংলাদেশের মানুষ কখনই সেই ভাবধারায় গড়ে উঠেনি বলেই দেশ এখন উন্নতির শিখরে। প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের চেতনা যে ধারন করে না সে এখন আর নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতে পারে না। যারা দেশের স্বাধীনতার বিরোধী, জামাত শিবীর নিযে রাজনীতি করে তারা একজন আদর্শ মুক্তিযোদ্ধা হতে পারে না। শুরু থেকেই সৈয়দ ইব্রাহিম মুক্তিযোদ্ধা নামধারী একজন বর্ণচোরা জামাতের এজেন্ট হিসেবেই পরিচিত। তিনি একজন হাইব্রীড মুক্তিযোদ্ধা। সময় পরিক্রমার সাথে আপদকালীন খাপ খাওয়ানোর ব্যার্থ চেষ্টাতে তিনি বঙ্গভবনে অনুপ্রবেশ করতে চেয়েছিলেন । তাকে বঙ্গভবনে ঢুকতে না দিযে ভালো কাজ হয়েছ্। তাকে ঢুকতে দিলে দেশের প্রকৃত মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হতো।

বিষয়: বিবিধ

১০৭৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354519
১৮ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫০
রক্তলাল লিখেছেন : ভারতের পোষা কুকুরদের মুখে এসব মানায় না!

354533
১৮ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৫০
হতভাগা লিখেছেন : মুক্তিযোদ্ধা হতে হলে এবং সে খেতাব ধরে রাখতে হলে আপনাকে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলের কাছ থেকে ফি বছর তা নবায়ন করতে হবে ।
354539
১৮ ডিসেম্বর ২০১৫ রাত ১০:১৩
সালাহউদ্দিন নাসিম লিখেছেন : যে দলের কোন নিদৃষ্ট আদর্শ নেই। যারা রাজনীতিতে ধর্মকে তাদের সুবিধা মত ব্যাবহার করে, সময়ের প্রয়োজনে সেই ধর্মকে তারা তাদের কাজে উপেক্ষিত করে, তাদের দ্বারা দেশের কোনও রকমের মঙ্গল হতে পারে না
এটা সত্য।
ইসলামপন্থী রাজনৈতিক দল ছাড়া বাংলাদেশের অন্য কোন দলের কোন নিদৃষ্ট আদর্শ নেই। এড়াই রাজনীতিতে ধর্মকে তাদের সুবিধা মত ব্যাবহার করে, সময়ের প্রয়োজনে সেই ধর্মকে তারা তাদের কাজে উপেক্ষিত করে---------

লা ইলাহা ইল্লাল্লাহ - নৌকার মালিক তুই আল্লাহ !

ধানের শীষ তো নারায়ে তাকবীর শ্লোগান দিয়াই শুরু করে -----

354543
১৮ ডিসেম্বর ২০১৫ রাত ১০:১৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
354566
১৯ ডিসেম্বর ২০১৫ রাত ০১:১০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আওয়ামী মেশেনি ঢুকলেই মুক্তিযোদ্ধা
354642
১৯ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:০৮
প্রক্সিমা লিখেছেন : মন্তব্যে আসার সত্‍ শাহস যার নেই তার আবার আদর্শ চেতনা !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File