সাব্বাস ছাত্রশিবির ...স্যালুট ! ছাত্রলীগের অস্ত্রর ছবি মিডিয়ায় ভাসছিল তখন পাশে যাচ্ছে ইসলামী ছাত্রশিবিরের সু-শৃঙ্খল বিশাল বিজয় র্যালি।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৮ ডিসেম্বর, ২০১৫, ০৪:২৮:০২ বিকাল
সাব্বাস ছাত্রশিবির ...স্যালুট স্বঘোষিত স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামীলিগের ছাত্র সংগঠন ছাত্রলীগের অস্ত্র মহড়ার ছবি যখন মিডিয়ায় ভাসছিল তখন পাশে দেখা যাচ্ছে ইসলামী ছাত্রশিবিরের সু- শৃঙ্খল বিশাল বিজয় র্যালি।
ইসলামী ছাত্রশিবিরের সু- শৃঙ্খল বিশাল বিজয় র্যালি,তা কিছু মিডিয়ার
চুলকানী দেখে সহজেই বুঝলাম।
বাংলা ট্রিবিউন"নামে এক অনলাইন শিরোণাম লিখেছে " শিবিরের বুকে
লাল-সবুজ, ব্যানারে ‘স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো’!...এতে
পুরাতন পরিত্যাক্ত চেতনার বর্জ্য দিয়ে চুলকাইয়ে ঘা করে ফেলেছে।
জামায়াত-শিবিরের এ টু-জেড নেতা হয়ত কারাগারে, না হয় ফেরারী।
শিবিরের হাতের কিতাব "জেহাদী বই !! শিবিরের আলু কাটার ছুরি ও জঙ্গি
অস্ত্র !! এই নিয়ে প্রতিদিন চলে তথ্য সন্ত্রাস !! ...এত রাষ্ট্রীয় ষড়যন্ত্র,জুলুম-
নির্যাতন,মিডিয়ার অপপ্রচার সত্ত্বেও শিবিরের অগ্র যাত্রা ঈর্ষনীয় হওয়া
স্বাভাবিক।
শিবিরের ভাইদের জন্য কাজী নজরুল
ইসলামের এই লাইন...
"উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ
আর নিন্দাবাদ;
আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ
জিন্দাবাদ।
উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার
খোপ, ডোবার ক্লেদ,
আমরা চাহিব উদার আকাশ, নিত্য
আলোক, প্রেম অভেদ।
উহারা চাহুক দাসের জীবন, আমরা
শহীদি দরজা চাই;
নিত্য মৃত্যু-ভীত ওরা, মোরা মৃত্যু
কোথায় খুঁজে বেড়াই!"
আমাদের প্রার্থনা আল্লাহ যেন এই
কাফেলাকে দ্বীনের জন্য কবুল করেন।
আমীন।
বিষয়: বিবিধ
১৪৯৬ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়, কেই মরুভূমির উষ্ণ বালু কিংবা সবুজ কোন ঘাসের দেশে চলছি।
আমরা আজন্ম মিছিলেই আছি,
এর আদি বা অন্ত নেই।
পনের শত বছর ধরে সভ্যতার উত্থান-পতনে আমাদের পদশব্দ একটুও থামেনি।
আমাদের কত সাথীকে আমরা এই ভূ-পৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি-
তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মত গুঞ্জন তুলবে।
আমরা জানি,
আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়।
আমাদের মুখায়ববে আগামী ঊষার উদয়কালের নরম আলোর ঝলকানি।
আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয় নি, নেবে না।
আমাদের পতাকায় কালেমা তাইয়্যেবা,
আমাদের এই বাণী কাউকে কোনদিন থামতে দেয়নি
আমরাও থামবো না।
আমাদের মিছিল - কবি আল-মাহমুদ
সুত্র-BANGLADESH ISLAMI CHHATRASHIBIR ফেসবুক
অনেক ধন্যবাদ
চলছে মিছিল চলবে মোদের,
যাবেই চমকে পীলে ওদের৷
ওদের অস্ত্র গোলা বারুদ,
মোদের আছে কলেমা দরুদ৷
কঙ্কর আর আবাবিলে,
ধ্বংস হবেই হাতীর পালে৷
আপনাকে অনেক ধন্যবাদ
প্রতিদিন সরকারের কোন না গুন কিত্তন করে কপি পেষ্ট এর মাধ্যমে পোষ্ট করে তাতে কেউ কমেন্ট করুক আর না পড়ুক তার রুটিং মাফিক কাজ সে করে যায়
ইব্রাহিম বির প্রতিক কখনো জামায়াত ছিল না ঐ পাগলের কথা !!
আপনাকে অনেক ধন্যবাদ
বিএনপির সাথে থাকলে ১৭/১৮ টা আর একা একা করলে ২/৩ টা আসন ।
আর ২৬ শে মার্চের আগেই চার পেসার নিয়ে হাসুবুর ভয়াবহ পেস এটাক শুরু হবে
আর হাসিনা হিটলার ! ওকে তো জীবন্ত অগ্নিকুন্ডে নিক্ষেপ করে তারপর তার ভষ্ম বঙ্গপসাগরে ছিটিকে মাছের খাবার বানাবে এবার জনগন
জামায়াতের গ্রেফতারকৃত নেতাদেরকে ফাসি দিয়ে বগল বাজাচ্ছেন যারা প্রতিদিনকার রেকর্ড নথিভুক্ত হচ্ছে , ওদেরকে জাতীয় প্রেসক্লাবের সামনে জনসম্মুখে ক্রেন দিয়ে ফাসিতে লটকানো হবে ইনশাআল্লাহ
আর যারা বর্তমানে দালালি করছে ওদের জন্য আরো কঠিন........!!!!!!!!!!
মন্তব্য করতে লগইন করুন