উন্নয়ন কর্মকাণ্ডের তুলনামূলক পার্থক্য। পর্ব-৩/৩
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৫ অক্টোবর, ২০১৫, ০৬:২০:৪৫ সন্ধ্যা
২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় এসেছে। বিগত জোট সরকার বনাম বর্তমান ক্ষমতাসীন মহাজোট সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের তুলনামূলক চিত্র নিম্নে উপস্হাপন করা হল।
(১৭) সর্বোচ্চ বিদ্যুত উৎপাদন ক্ষমতাঃ ২০০৬ সালে দেশে সর্বোচ্চ বিদ্যুত উৎপাদন ক্ষমতা ছিল ৩১০০ মেগাওয়াট। বর্তমানে মহাজোট সরকার বিদ্যুত উৎপাদন ক্ষমতা ৮৫২৫ মেগাওয়াটে উন্নীত করেছে। এছাড়া ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুত আমদানি শীঘ্রই শুরু হচ্ছে এবং ১০০০ মেগাওয়াট ক্ষমতার দুইটি পারমাণবিক বিদ্যুত কেন্দ্র স্হাপনের চুক্তি করা হয়েছে রাশিয়ার সাথে।
(১৮) জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি গড়ঃ জোট আমলে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি গড় ছিল যেখানে ১৩৬% আর বর্তমান ক্ষমতাসীন মহাজোট সরকারের মেয়াদে তা দাঁড়িয়েছে মাত্র ৩৮%।
(১৯) সমুদ্র সীমা জয়ঃ সমুদ্র সীমা নিয়ে জোট সরকার ছিল নির্লিপ্ত ও নিস্ক্রিয়। আর মহাজোট সরকারের দূরদর্শী প্রচেস্টায় আন্তর্জাতিক আদালতের মাধ্যমে মায়ানমারের কাছ থেকে ১১১৬৩১ বর্গ কি, মি, সমুদ্র সীমা আদায় করেছে। আশা করা হচ্ছে ২০১৪ সালে ভারতের কাছ থেকে আরও এক লক্ষের অধিক সমুদ্র সীমা পাওয়া যাবে।
(২০) শ্রমিকদের নূন্যতম মজুরিঃ জোট আমলে যেখানে একজন শ্রমিকের নূন্যতম মজুরি ছিল ১৬৬২ টাকা আর বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩০০০ টাকা।
(২১) রপ্তানি আয়ঃ জোট আমলে ২০০৬ সালে রপ্তানি আয় ছিল মাত্র ১.০৩ বিলিয়ন র্মাকিন ডলার আর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার কর্তৃক সৃষ্ট রপ্তানি বান্ধব নীতির কারনে ২০১২-২০১৩ অর্থ বছরে রপ্তানি আয় বেড়ে দাঁড়িয়েছে ২.৪৩ বিলিয়ন মার্কিন ডলারে। রপ্তানি আয়ের ক্ষেত্রে বাংলাদেশের অবস্হান এখন দক্ষিন এশিয়ার দেশগুলোর মধ্যে ২য়, আমাদের সামনে আছে ভারত।
(২২) জেলেদেরকে খাদ্য সহায়তাঃ ২০০৬ সালে জেলেদেরকে খাদ্য সহায়তা দেয়া হয়েছিল মাত্র ৬৫০০ মেট্রিক টন আর ২০১২ সালে মহাজোট সরকার তা বাড়িয়ে করেছে ৫৬২০০ মেট্রিক টন।
(২৩) দৈনিক গ্যাস উত্তোলনঃ ২০০৬ সালে যেখানে দৈনিক গ্যাস উত্তোলন করা যেত ১৫৩১ মিলিয়ন ঘনফুট আর ২০১৩ সালে দৈনিক গ্যাস উত্তোলন করা হচ্ছে ২৩১১ মিলিয়ন ঘনফুট।
(২৪) বৈদেশিক মুদ্রার রিজার্ভঃ জোট সরকার আমলে ২০০৬ সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র ৩.৮৮ বিলিয়ন র্মাকিন ডলার আর ২০১৩ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলে তা বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩০ বিলিয়ন র্মাকিন ডলারে।
বর্তমান সরকারের প্রতিটা ক্ষেত্রেই উল্লেখযোগ্য সাফল্য আছে। এটা ঠিক যে সরকারের কিছু কিছু কাজ সমালোচনার উর্ধে নয়। কাজ করলে ভুল হবে, তাই বলে কাজ করা বাদ দেয়া যায় না। আমাদের এটা আশা করা ঠিক না সব কাজ ইতিবাচক হবে, আমাদের নিজেদেরকেও আমাদের দায়িত্ব-অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। ভালো কাজের প্রশংসা না করলে কেউ ভালো কাজ করতে উৎসাহিত হবেনা।
(.........শেষ।)
বিষয়: বিবিধ
৯৬৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর বিদ্যুৎ! আমি একটা পাওয়ার প্লান্ট এ জব করি। ১মেগাওয়াট একটা ইঞ্জিন মেক্সিমাম ৮০০ কিলোওয়াট বিদ্যুৎ উত্তপাদন করে।
সুধু খাতা কলমে থাকলে হয় না রে ভাই।
মন্তব্য করতে লগইন করুন