বিএনপির দোদুল্যমানতাই প্রমাণ করছে তাদের রাজনীতি নানা দোষে দুষ্ট

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৮ আগস্ট, ২০১৫, ০৩:০১:৪৯ দুপুর

বিএনপির মধ্যে সঙ্কট থাকার কারণে বার বার তাদের অবস্থান পরিবর্তন হচ্ছে। তাদের দোদুল্যমানতাই প্রমাণ করছে তাদের রাজনীতি নানা দোষে দুষ্ট। একটি শক্তিশালী গ্রুপ চেষ্টা করছে বিকৃত রাজনীতির পথ পরিহার করে দলকে জনকল্যাণমুখী করতে। আরেকটি গ্রুপ চাচ্ছে জঙ্গীবাদী, মুক্তিযুদ্ধবিরোধী চক্রের সঙ্গে রাজনীতি করতে। কয়েকদিন আগে জমির উদ্দিন সরকার সাহেব এমনকি খালেদা জিয়াও বললেন, এখন কোন কিছু লাগবে না। কোন রকম একটা নির্বাচন হলেই হবে। শেখ হাসিনার অধীনেও যেতে তারা রাজি ছিলেন। তবে সেই খালেদা জিয়াই আবার বললেন, মধ্যবর্তী না আমরা নতুন নির্বাচন চাই। তবে এটি নতুন কথা। এটাই যদি সিদ্ধান্ত হয় তাহলে তাদের অবস্থান পরিষ্কার হলো। নতুন নির্বাচন কখন কিভাবে হয় তা সংবিধানে স্পষ্ট লেখা আছে। সেই অনুযায়ী নির্বাচন হবে। তাহলে তো রাজনৈতিক সঙ্কট সমাধান হয়ে গেল। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নির্বাচিত সরকারের অধীনে সাংবিধানিক পন্থায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। দেশের রাজনীতি আর অস্থিতিশীল হয়ে উঠবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন নিরপেক্ষ ও সকল দলের অংশগ্রহণ করতে সবাইকেই কাজ করতে হবে। এ বিষয়ে বিএনপি কী তাদের সিদ্ধান্তে অটল থাকবে?

বিষয়: বিবিধ

৮৩৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334497
০৮ আগস্ট ২০১৫ বিকাল ০৪:১৫
নাবিক লিখেছেন : নির্বাচন কমিশন সরকারের তাবেদারী করে যা বিগত সিটি নির্বাচনে প্রমান হয়ে গেছে। এই কমিশনের অধিনে নির্বাচনে গেলে ফলাফল কি হবে তা সবারই জানা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File