তথ্য প্রযুক্তিকে আরও হাতের মুঠোয় আনতে দাম কমছে ইন্টারনেটের
লিখেছেন লিখেছেন আমি অরন্য ০৮ আগস্ট, ২০১৫, ০৩:০৪:৪৭ দুপুর
আরেক দফা ইন্টারনেটের দাম কমাচ্ছে মোবাইলফোন অপারেটরগুলো। দেশে ইন্টারনেট (মোবাইল) ব্যবহারকারী বৃদ্ধি এবং মোবাইলফোন অপারেটরগুলোর আয়ের উল্লেখযোগ্য অংশ ইন্টারনেট সেবা থেকে আসায় অপারেটরগুলো ইন্টারনেট বা ডাটা সার্ভিস নিয়ে নতুন করে হিসাব-নিকাশ করতে শুরু করেছে। দেশের সবচেয়ে বড় মোবাইলফোন অপারেটর গ্রামীণফোন সম্প্রতি ইন্টারনেটের দাম কমিয়েছে। আরেক অপারেটর রবি নতুন প্যাকেজ পরিকল্পনা করছে। জানা গেছে, রাষ্ট্রায়াত্ত মোবাইল অপারেটর টেলিটক সবচেয়ে কম দামে ইন্টারনেট সেবা দিচ্ছে। অন্যদিকে বাংলালিংক ও এয়ারটেলের দাবি, অন্যান্য অপারেটরের চেয়ে তারা সাশ্রয়ী মূল্যে আগের তুলনায় বেশি ইন্টারনেট সেবা দিচ্ছে। প্রসঙ্গত, দেশের মোবাইলফোন অপারেটরগুলো ৯ বছর পরে বিভিন্ন সংগঠনের আন্দোলনের মুখে প্রথমবারের মতো ইন্টারনেটের দাম কমায়। অপারেটরগুলো ২০০৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রতি কিলোবাইট ডাটার জন্য ২ পয়সা করে চার্জ করে। অথচ এই ৯ বছরে কয়েক দফায় ব্যান্ডউইথের দাম কমানো হলেও অপারেটররা একই দামে গ্রাহকদের কাছে ইন্টারনেট বিক্রি করে। মূলত ২০১৩ সালের জুলাই মাসে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ইন্টারনেটের দাম কমানোর বিষয়ে নির্দেশনা জারি করলে অপারেটরগুলো দাম কমায়। বর্তমানে দেশে মোবাইলফোন ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটি ২৬ লাখ ৫৬ হাজার। এর মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৪ কোটি ১৯ লাখ ৫৯ হাজার। আর মোট ইন্টারনেট ব্যবহারকারী ৪ কোটি ৩৪ লাখ ১৯ হাজার। ইন্টারনেটের দাম কমলে তথ্য প্রযুক্তি একদিকে যেমন অগ্রসর হবে তেমনি জনগণ ইন্টারনেট ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তথ্য প্রযুক্তিতে দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে।
বিষয়: বিবিধ
৭৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন