কেউ কি আছো
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৮ আগস্ট, ২০১৫, ০২:১২:২৯ দুপুর
(Dedicated to Niladri Chattopadhyay)
শিশু হতে বৃদ্ধ কেউই নিরাপদ নয়।
প্রিয় শিক্ষাঙ্গন, বাজার-দোকান নিরাপদ নয়
খেলার মাঠ, রাস্তাঘাট, অফিস, আদালতপাড়া নিরাপদ নয়
নিজের ঘর, বেডরুম, এমনকি মায়ের পেটও আজকাল নিরাপদ নয়
ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে শুধু মরার ভয়
এই মরনপুরী কী করে স্বাধীন-রাস্ট্র হয়?
কেউ কি আছো, মৃত্যু থামাও!
না হলে আমাকেও তুলে নাও!!
এই হাবিয়া-দোযখ আমার নয়, আমাদের নয়।
বিষয়: সাহিত্য
৯২৪ বার পঠিত, ৩ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
অস্বীকার করে লাভ নেই,
এটা আমাদেরই জমিন
আমরাই এমন করে সাজিয়েছি
মন্তব্য করতে লগইন করুন