সরকারী পৃষ্ঠপোষকতায় রূপগঞ্জে তৈরিকৃত বিশ্বমানের জাহাজ উন্নয়নমুখী বাংলাদেশের চাবিকাঠি

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০২ জুন, ২০১৫, ০৭:২১:১৯ সকাল



রাজধানী ঢাকার নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাজারো রকমের কল-কারখানার ভিড়ে শীতলক্ষ্যা নদীর তীরে কায়েতপাড়ায় ঠাঁই করে নিয়েছে প্রায় অর্ধশতাধিক ডকইয়ার্ড। গ্রামের পথ চলতেই টুকটাক শব্দে কান ঝালাপালা হওয়ার উপক্রম। ডেমরা থেকে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীর ঘেঁষে উত্তরে এঁকেবেঁকে গেছে পিচঢালা সড়ক। সেই রাস্তা ধরে মাত্র ৩ কিলোমিটার এগোলেই সরকারী পৃষ্ঠপোষকতায় অসংখ্য ডকইয়ার্ডে তৈরি হচ্ছে বিশ্বমানের অসংখ্য জাহাজ। কোনটি সবে তৈরি হচ্ছে, কোনটি সমাপ্তির পথে। যে কারোর চোখ ধাঁধিয়ে যাবে বড় বড় জাহাজের নির্মাণ যজ্ঞ দেখে। ইতিমধ্যেই শীতলক্ষ্যা পাড়ের এ চরটি এখন এলাকাবাসীর কাছে ‘জাহাজের চর’ হিসেবে পরিচিতি পেয়েছে। হাজারো মানুষের পদচারণায় কায়েতপাড়া এখন এক কর্মমুখর জনপদ। কায়েতপাড়ার পূর্বগ্রাম, ভাওয়ালীয়াপাড়া, ডাক্তারখালী, বড়ালু, মাঝিনা, হড়িনা ও ইছাখালীর চরে রয়েছে প্রায় অর্ধশতাধিক জাহাজ তৈরির কারখানা। আড়াইশ ফুট থেকে শুরু করে শত ফুটের কোস্টার বা মালবাহী জাহাজ, সরোঙ্গা, ফেরি, জেটি, পন্টন, বালুবাহী ট্রলার, বলগেট আর ড্রেজার তৈরি হয় শীতলক্ষ্যার এই চরে। সব ধরনের সরকারী সহায়তায় রূপগঞ্জে তৈরি হচ্ছে বিশ্বমানের জাহাজ। বাংলার জনগণ আশা করে উজ্জ্বল সম্বাবনাময় এই রুপগঞ্জ উন্নয়নমুখী বাংলাদেশের চাবিকাঠি।

বিষয়: বিবিধ

৯৮৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

324020
০২ জুন ২০১৫ সকাল ০৭:২৬
আবূসামীহা লিখেছেন : ভাল উদ্যোগ। টিকে থাকুক এই আশা করি।
324027
০২ জুন ২০১৫ সকাল ০৮:৩২
চোরাবালি লিখেছেন : সরকারী পৃষ্ঠপোষকতা; আল্লাহ ভাল জানেন কয়দিনে কতলোক খাবে
324129
০২ জুন ২০১৫ বিকাল ০৫:০৯
নজরুলবিনহক লিখেছেন : বাংলাদেশের মত অনুকূল আবহাওয়া আর সস্তা শ্রম পৃথিবীর খুব কম দেশেই আছে। উদ্যোক্তাদের প্রচেষ্টা আর সরকারের সহযোগীতা থাকলে সাফল্য লাভ খুবই সহজ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File