ছিটমহল উন্নয়নে মহাপরিকল্পনা সরকারের

লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:১৬:০৭ বিকাল

ছিটমহলে উন্নয়ন কার্যক্রম দ্রুত শেষ করার পরিকল্পনা নিয়েছে সরকার। ১৭ হাজার ১০৭ একর ভূখণ্ডে বসবাসরত ৩৯ হাজার ৬৬২ জন অধিবাসীর উন্নয়নে মহাপরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হয়েছে। পঞ্চগড়ের পুটিমারী ছিটমহলে ২৬২টি বাড়িতে সংযোগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় আছে এসব বিদ্যুৎ সংযোগ। ইতিমধ্যে সাবেক ছিটমহলগুলোতে কমিউনিটি ক্লিনিক, অস্থায়ী প্রজননকেন্দ্র, নিরাপত্তা পুলিশ ফাঁড়ি, প্রাথমিক বিদ্যালয়, ডিজিটাল সাবসেন্টার স্থাপন করা হয়েছে। নীলফামারীর একটি ছিটমহলে ৫০১ জন নাগরিকের জন্য একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। হাটবাজার বসানোর জন্য ইতিমধ্যে জায়গা নির্ধারণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগ ইতিমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষক কার্ডের ব্যবস্থা করা হয়েছে। পঞ্চগড়ের ১৯ হাজার ৯০৬ জন অধিবাসীর জন্য ৫টি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। পঞ্চগড়ের ছিটমহলগুলোর ৪ হাজার ৮৬২ জন শিশু শিক্ষার্থীর সবাইকে উপবৃত্তির আওতায় আনা হয়েছে। ইতিমধ্যে পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলের রাস্তাঘাট উন্নয়নে ২৭৪ কিলোমিটার রাস্তার মধ্যে ১৭৪ কিলোমিটার রাস্তা পাকাকরণ এবং ৭৪ মিটার কালভার্ট নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে। ছিটমহল বাসী যেন আর বঞ্চনার শিকার না হয় তার জন্য সরকারের এ ধরণের পদক্ষেপ।

বিষয়: বিবিধ

৯৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File