জাহাজ নির্মাণশিল্পে বিশেষ তহবিল গঠনের পরিকল্পনা সরকারের
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ১৯ জুলাই, ২০১৫, ০৩:১৩:০৬ দুপুর
রপ্তানিমুখী জাহাজশিল্পের জন্য নগদ সহায়তা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি তহবিল গঠনের উদ্যোগ সরকারের। রপ্তানিমুখী জাহাজশিল্পের জন্য সমিতির নেতারা সরকারেরর কাছে তিনটি দাবি জানিয়েছেন। এগুলো হচ্ছে: নগদ সহায়তার হার বিদ্যমান ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশে নির্ধারণ, দুই হাজার কোটি টাকার দীর্ঘমেয়াদি তহবিল গঠন এবং ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা। সরকার প্রথম দুটি দাবি ভেবে দেখার আশ্বাস দিয়ে তৃতীয়টির ব্যাপারে সরকারের তেমন করণীয় নেই বলে জানিয়েছেন। জাহাজ নির্মাণ হলো প্রাচীন শিল্প। মধ্য যুগেও এ শিল্পে বাংলাদেশের সুনাম ছিল। রাজনৈতিক অস্থিরতার কারণে জাহাজ রপ্তানির বেশ কিছু আদেশ বাতিল হয়ে গেছে। এতে শুধু মালিক নন, শ্রমিকেরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ক্ষতি কাটিয়ে উঠতে নগদ সহায়তা ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশে উন্নীত করে আগামী পাঁচ বছরের জন্য তা অব্যাহত রাখার দাবি মালিকদের। বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যে ২৫টি জাহাজ রপ্তানির আদেশ পাওয়া গেছে। আরও পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এগুলো নির্মাণের জন্য এত টাকা উদ্যোক্তাদের হাতে নেই। কারণ জাহাজ নির্মাণ অনেক ব্যয়বহুল শিল্প। একটি জাহাজ নির্মাণে ২০-২৫ কোটি টাকা ব্যয় করতে হয়। সে জন্য সরকার দুই হাজার কোটি টাকার একটি তহবিল গঠনের পরিকল্পনা নিয়েছে। এর ফলে বাংলাদেশ জাহাজ নির্মাণকারী জাতিতে পরিণত হতে পারবে বলে আশা করা হচ্ছে।
বিষয়: বিবিধ
৬৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন