বিনোদনের স্বর্গ বঙ্গবন্ধু সাফারি পার্ক

লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ২৯ মে, ২০১৫, ০৫:৫০:৫৩ বিকাল

ঢাকা থেকে ৪০ কিলোমিটার উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার। সেখান থেকে তিন কিলোমিটার পশ্চিমে বঙ্গবন্ধু সাফারি পার্ক। আয়তন তিন হাজার ৪০০ একর। ভাওয়াল গড়ের ছোট ছোট টিলা ও নীচু ভূমিসমৃদ্ধ শালবন আমলকি, বহেরা, হরিতকি, কড়ই, পলাশ, চাপালিশসহ নানা গাছগাছালি আর হরেক লতাগুল্মে ভরা। তীব্র গরমেও মনকে শীতলকরা এক মনোরম পরিবেশ। সাফারি পার্কে বাঘ, সিংহ, জিরাফ, হরিণ, বুনো মোষ, হাতি, ক্যাঙ্গারু, আলপাকা, ওয়ালাবি, স্প্রিংবক, অরিক্স ও ওয়াইল্ডবিস্টের অবাধ বিচরণ। কয়েকটি ভাগে বিভক্ত সাফারি পার্ক। ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন জীবজন্তু, পাখি ও সরিসৃপের বিচরণ। চিড়িয়াখানার মতো বন্দিদশায় নেই এখানকার পশুপাখিরা। ১ হাজার ২১৭ একর এলাকায় আলাদাভাবে উন্মুক্ত অবস্থায় বিচরণ করছে জিরাফ, বুনো মোষ, হরিণ, চিত্রল হরিণ, বাঘ, সিংহ, কালো ভাল্লুক, হাতি, ক্যাঙ্গারু, গয়াল, শম্বর, জেব্রা আর জলহস্তী। কখনও জোড়ায় জোড়ায় বা দল বেঁধে। কখনো বা একা একা। যার যেমন মর্জি। সবকিছু মিলিয়ে বঙ্গবন্ধু সাফারি পার্ক যেন বিনোদন স্বর্গ!

বিষয়: বিবিধ

৭০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File