মিথ্যাচার ও ষড়যন্ত্রের রাজনীতির মুখোশ জাতির সামনে ফের উন্মোচিত হলো!

লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ১৩ মে, ২০১৫, ০৭:২৮:২১ সন্ধ্যা



বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের নিখোঁজ হওয়া এবং দুই মাস পর ভারত থেকে স্ত্রীকে ফোন দেয়ার ঘটনা বিএনপির মিথ্যাচার ও ষড়যন্ত্রের রাজনীতির মুখোশকেই জাতির সামনে ফের উন্মোচিত করে দিয়েছে। আন্দোলন-নির্বাচনসহ সবক্ষেত্রে ব্যর্থ বিএনপি সালাহউদ্দিনকে ‘গুমের’ অভিযোগ করে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে চেয়েছিল, তা আজ জাতির সামনে প্রমাণ হয়ে গেছে। পরাজিত দলের নেত্রী খালেদা জিয়াও সস্তা সেন্টিমেন্ট আদায়ে সালাহউদ্দিনকে সরকার ও প্রশাসন ‘গুম-খুন’ করতে পারে এমন অভিযোগ করেছিলেন। বিএনপি নেত্রী সবকিছু জেনে শুনেই যে এমন মিথ্যাচার করেছিলেন, তাও আজ জাতির সামনে স্পষ্ট হয়ে গেছে। তাই এখন খালেদা জিয়ার উচিত, সরকার ও প্রশাসনের বিরুদ্ধে ইতোপূর্বে তার করা অভিযোগ প্রত্যাহার করে নিয়ে জাতির কাছে ক্ষমা প্রার্থনা ও দুঃখ প্রকাশ করা। খালেদা জিয়া এতদিন দাবি করেছেন, সালাহউদ্দিন আহমেদ র্যা বের কাছে আছে। আর সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ বলেছেন, নিখোঁজ সালাহউদ্দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। তাদের এসব অভিযোগগুলো যে নিছকই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ছিল, তা এখন প্রমাণ হয়ে গেছে। বিএনপি সবদিক থেকে ব্যর্থ হয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই এই নাটক সাজিয়েছিল। সালাহউদ্দিনের গুমের বিষয়ে বিএনপি দেশবাসীকে বিভ্রান্ত করতে চেয়েছিল। কিন্তু গণমাধ্যমে প্রকাশিত এসব খবরে এবং সালাহউদ্দিন আহমেদের স্ত্রী নিজেই ভারত থেকে তার স্বামীর ফোন পাওয়ার ঘটনা প্রকাশ করায় বিএনপির মিথ্যাচারের কাহিনী আবারও দেশবাসীর সামনে প্রকাশ পেয়েছে। দেশের জনগণ ভবিষ্যতে বিএনপির কোন মিথ্যাচারে আর বিভ্রান্ত হবে না।

বিষয়: বিবিধ

৬৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File