সমাজতন্ত্র না গণতন্ত্র

লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ১৯ এপ্রিল, ২০১৫, ০৪:৪১:৩৪ বিকাল

ইচ্ছা ছিল বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী সমাজতান্ত্রিক দেশের কিছু অংশের প্রতিচ্ছবি দেখার। বাস্তবে দেখার ইচ্ছাটা অনেকটাই পূর্ণ হয়েছে। খুব ভাল লেগেছে তাদের উন্নয়নের বিভিন্ন দিক গুলো দেখে। মুগ্ধ হয়েছি প্রসস্ত রাস্তা সাথে ফুলের বাগান, বিশাল বিশাল অট্রোলিকা, ফ্লাইওভার, মেট্রোরেল, এমআরটি, ক্যান্টন টাওয়ার, আর সু-শৃংখল নদী ও পরিচ্ছন্ন পরিবেশ দেখে। দেখেছি নারীদের কর্ম চঞ্চল্যতা, অফিস পরিচালনার দক্ষতা আর সুন্দর ব্যবহার, এ এক নতুন অভিজ্ঞতা। এক্ষেত্রে আমাদের নারীরা এখনও অনেক পিছিয়ে আছে। এতসব ভাললাগার মাঝে ও যখন দেখি কেউ রাস্তায় দাড়িয়ে ভিক্ষা চাচ্ছে, তখন মনের মধ্যে সমাজতন্ত্রের মূল তত্বের ঘাটতি লক্ষ করি - যেখানে সকলের সমান অধিকার পাওয়ার কথা সেখানে কেন কেউ কেউ রাস্তায় দাড়িয়ে কেন ভিক্ষা করবে? ব্যাপারটা যেমন মেনে নিতে পারছি না তেমনিভাবে একক সিদ্ধান্তের ও অনেক প্রসংশা করছি কারন এই একক সিদ্ধান্তের ফলেই দেশটা আজ অনেক দূর পর্যন্ত এগিয়েছে, যা আমাদের গণতন্ত্র মানে সেচ্চাচারিতা, যার যা খুশী, সে তাই করবে, যে দলের খুশী সেই দল ইচ্ছামত কর্মসূচী দিবে, যেমন লাগাতার অবরোধ ও হরতাল। এতে দেশের এবং জনগনের কি ক্ষতি হলো তাতে কার কি আসে যায়। হায়রে আমাদের গণতন্ত্র, এক নেত্রী একাই সিদ্ধান্ত নিবে এবং জনগনের উপর তা চাপায় দিবে, তাই চলতে থাকবে। তাহলে আমরা যাবো কোথায়, কোন দিকে, সমাজতন্ত্র, না গণতন্ত্র কিংবা একনায়কতন্ত্রের দিকে? আমাদের যাবার কি কোন পথ আছে? আমরা আসলে গণতন্ত্রের নামে বন্দি জীবন যাপন করছি - আমাদের বের হওয়ার আর কোন পথ খোলা নেই ।

বিষয়: বিবিধ

৮১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File