বিদেশীদের দ্বি মুখী নীতি খুবই বেদনাদায়ক
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ১৩ এপ্রিল, ২০১৫, ০৪:৪২:৪৬ বিকাল
দেশে অপরাধীর বিচার না হওয়ার যে রীতি একনায়ক জিয়াউর রহমান চালু করেছিলেন তা আইনের শাসন এবং সুশাসন প্রতিষ্ঠাকে অসম্ভব করে তুলে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেসব বাধার মূলোৎপাটন করেছে। কিন্তু স্মরণ রাখতে হবে সরকারের এই সদিচ্ছাকে দৃঢ়ভাবে সমর্থন করে লাখো শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধা এবং প্রধানত আমাদের তরুণ প্রজন্ম যারা দেশের জন্মের বিরোধিতাকারীদের বিচার চায়, তারা ঐক্যবদ্ধভাবে বর্তমান সরকারকে এ কাজে সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন বেগম জিয়া পেট্রোলবোমায় ঝলসিয়ে নিরীহ মানুষের প্রাণ নিয়ে যে খেলা খেলেছেন তার জন্য অদূর ভবিষ্যতে জাতি ও দেশ ধ্বংসের অপরাধ সংঘটনের জন্য আইনের কাছে তাঁকে সোপর্দ করা হবে। পশ্চিমা সরকারগুলো যারা ১৯৪১ থেকে ’৪৫ সালে সংঘটিত দ্বিতীয় মহাযুদ্ধের দানব হিটলার ও হিটলারপন্থী নাৎসি সদস্যদের এখনও খুঁজে খুঁজে বের করে তাদের বিচার চালাচ্ছে, নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করেছে, তাদের সমর্থকদের জেলে বন্দী করে বিচারের মুখোমুখি করেছে। সেই তারা আজ কোন এক অভিসন্ধি নিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের ওপর চাপ প্রয়োগ করছে ঘৃণ্য ’৭১-এর হত্যাকারী ও ধর্ষকদের মৃত্যুদণ্ড না দিতে এবং মুক্তিযুদ্ধে অপরাধী সংগঠন জামায়াতকে নিষিদ্ধ না করতে। প্রশ্ন হচ্ছে, এই দ্বিচারিতা কেন? বিদেশিরা আমাদের দেশের সমস্যা বাঁচিয়ে রাখতে চায়। তাদের দ্বি-মুখী নীতি খুবই বেদনাদায়ক।
বিষয়: বিবিধ
৯৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন