দেশবাসীকে অসুখী করার আন্দোলন
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ৩১ মার্চ, ২০১৫, ০৩:৩৯:৩৩ দুপুর
গত জানুয়ারি থেকে শুরু হয়েছে ২০১৪ এর ০৫ জানুয়ারির নির্বাচন প্রত্যাখান করে নতুন নির্বাচনের দাবীতে আন্দোলন। সে আন্দোলন রাজনীতির পরিচিত চেহারায় চলেনি। লাগাতার অবরোধ-হরতাল আর প্রাণঘাতী পেট্রোলবোমার অবাধ ব্যবহার হল এ আন্দোলনের একমাত্র কাজ। মানুষের দিন কাটে আতংকে, মৃত্যুভয়ে কিংবা মারাত্মকভাবে আহত হওয়ার ঝুকির ভয়ে। মানুষের মনে তাই সুখ নেই। অত্যন্ত দুঃখজনক বিষয় হল, এ আন্দোলনে একেবারেই খেটে খাওয়া মানুষকে মেরে, যন্ত্রনা দিয়ে হরতাল-অবরোধ চালিয়ে যাওয়া। বিরোধী জোট গণতন্ত্র রক্ষার নামে মানব কল্যানের রাজনীতি না করে বাংলাদেশকে একটি অসুখী মানুষের রাষ্ট্রে পরিণত করার রাজনীতি করছে। এটা স্বাধীন, সার্বভৌম জাতি হিসাবে আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয়।
বিষয়: বিবিধ
৬০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন