দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি। নিউমুরিং টার্মিনাল ও পায়রা বন্দর নির্মাণে ডেনমার্কের আগ্রহ
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ২১ মার্চ, ২০১৫, ০৪:২১:৪৯ বিকাল
ডেনিশ প্রতিষ্ঠান এপি মোলার টার্মিনাল নিউমুরিং টার্মিনালের বিষয়ে সরকারী-বেসরকারী অংশীদারিত্ব এবং পায়রা বন্দরের বিষয়ে সরকারের সঙ্গে সরকারের সহযোগিতার মডেলে কাজ করার প্রস্তাব দিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দূষণমুক্ত জ্বালানি উৎপাদনের লক্ষ্যে দীর্ঘ উপকূল কাজে লাগানোর একটি সুযোগ বাস্তবায়িত হতে চলেছে। এটি উভয়ের জন্য লাভজনক হবে। কৃষি, জাহাজ চলাচল, পর্যটন, নির্মাণ, আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতের মতো বিভিন্ন ক্ষেত্রে দুটি দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়াও অপর ডেনিশ কোম্পানি ‘ভেসটাস’ ১০০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র প্রকল্পের জন্য সরকারের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। খুব শিগ্রই এটাও বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে।
বিষয়: বিবিধ
৭৯৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন