দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে না মেয়র-কাউন্সিলররা। প্রয়োজনে তারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করবে
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ১৮ মার্চ, ২০১৫, ০৪:০৯:১৭ বিকাল
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে বিএনপি সমর্থিত বর্তমান কাউন্সিলররা দলের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন না। স্থানীয় সরকার নির্বাচন হওয়ায় ‘আঞ্চলিকতা ও উন্নয়নের’ ধারাবাহিকতা রক্ষার স্বার্থে নির্বাচনে তাদের অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। তাই দল নির্বাচনে না গেলেও নিজে নির্বাচন করার পক্ষে মত দেন তারা। আগামী রবিবার ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে। কিন্তু এখন পর্যন্ত বিএনপি এ নির্বাচনে অংশ নেবে কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে চসিকে বিএনপি সমর্থিত কাউন্সিলররা দলীয় সিদ্ধান্ত না এলেও নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে মতামত দিয়েছেন। বর্তমানে চসিকে বিএনপি সমর্থিত ২০, সংরক্ষিত মহিলা ২ ও জামায়াত সমর্থিত ২ জন কাউন্সিলর আছেন। তারা দাবী করেন, প্রায় পাঁচ বছর বৃক্ষের গোড়ায় পানি দিলাম। আর এখন আরেকজন এসে ফল খাবে-তা তো হতে পারে না। এতদিন মাঠে ছিলাম, জনগণের উন্নয়ন করেছি। অবশ্যই নির্বাচন করব। এটি যেহেতু স্থানীয় নির্বাচন, তাই দলের সিদ্ধান্তের বিষয়টি অতি জরুরি নয়। তাই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘদিন এলাকায় থাকায় স্থানীয়রা প্রতিনিয়ত চাপ দিয়ে আসছেন। নির্বাচনে অংশ নেওয়াটা নির্ভর করছে নির্বাচনী পরিবেশ, সরকারের নিরপেক্ষতাসহ এ জাতীয় বিষয়ের ওপর। এজন্য দলের সিদ্ধান্তের কোন প্রয়োজন নেই। জনপ্রতিনিধির যাচাই হয় ভোটের মাধ্যমে। বিএনপির জনসমর্থন নেই। তাই তারা নির্বাচন করতে ভয় পায়। তারা নির্বাচন ছাড়া ক্ষমতায় যেতে চায়। কিন্তু তথ্য-প্রযুক্তির এই ডিজিটাল যুগে এমনটা আশা করা যে চরম বেয়াকুবি তা তারা এখনও বুঝে উঠতে পারেনি বা তারা বুঝতে চায় না। কিন্তু এবার বেকে বসেছে তাদের দলেরই নেতা-কর্মীরা। তারা দলের তোয়াক্কা করে না। তারা রাজনীতি করে দেশ ও জনগনের অনুপ্রেরনায়। তাইতো প্রয়োজনে দলের সিদ্ধান্ত না মিললেও তারা এবার আসন্ন সিটি নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি খুবই ইতিবাচক।
বিষয়: বিবিধ
৮৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন