জন্মলগ্ন থেকে বিএনপি স্বাধীনতাবিরোধী-জঙ্গিবাদীদের প্রতিষ্ঠিত করেছে, সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়েছে, দেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধ্বংশ করার কার্যক্রম বাস্তবায়ন করেছে
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ১৩ মার্চ, ২০১৫, ০২:৫৮:২০ দুপুর
বিএনপির রাজনীতি মানে খালেদা জিয়া আর তারেক রহমানকে প্রতিষ্ঠিত রাখার অপতৎপরতা। এর সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই। কয়েকবার ক্ষমতায় থাকার কারণে বিএনপির এসব অপতৎপরতাকেই তারা রাজনীতি হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। রাজনীতিকে কলুষিত করেছে বিএনপি। দশম জাতীয় সংসদ নির্বাচন বয়কট করে খালেদা জিয়া ও তারেক রহমান ঐতিহাসিক ভুল করেছে, সেই ভুলের দায়ভার তাদেরকেই বহন করতে হবে। কিন্তু তারা তাদের ভুলের দায়ভার জনগণের উপর চাপানোর চেষ্টা করছে। দেশের জনগণ কেন খালেদা আর তারেকের মতো অর্বাচীনদের প্রতিষ্ঠিত করার দায় বহন করবে? অবৈধ ক্ষমতা দখলের মাধ্যমে জিয়া তার নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য বিএনপির জন্ম দিয়েছিল। জন্মলগ্ন থেকে বিএনপি শুধুমাত্র ব্যক্তি জিয়া, খালেদা জিয়া আর এখন তারেক জিযার প্রতিষ্ঠার জন্য ব্যবহৃত হযেছে। আর তারা সবকিছুই করার চেষ্টা করেছে জনগণের নামে। নিজেদের প্রতিষ্ঠার সাথে সাথে তারা দেশে স্বাধীনতাবিরোধীদের প্রতিষ্ঠিত করেছে, জঙ্গিবাদীদের প্রতিষ্ঠিত করেছে, সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়েছে, দেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধ্বংশ করার কার্যক্রম বাস্তবায়ন করেছে। বিএনপি কখনো শোধরাবে না। তাই তাদেরকে রাজনৈতিক দল ভেবে রাজনীতিকে কলুষিত করার সুযোগ আর তাদের দেয়া যাবে না। রাজনীতির নামে অপরাজনীতি করতে দেয়া যাবে না। সেজন্যই রাজনীতি থেকে বিএনপির উচ্ছেদ জরুরি। অনেকেই দ্বিদলীয় ভাবনা থেকে বের হতে পারছেন না। দ্বিদলীয় কাঠামোর একদিকে মুক্তিযুদ্ধের পক্ষ, অন্যদিকে স্বাধীনতাবিরোধীদের রেখে সুস্থ রাজনৈতিক ভাবনা, গণতন্ত্র কোনটাই প্রতিষ্ঠিত হবে না। মুক্তিযুদ্ধের প্রশ্নে কোন আপোষ চলবে না। বাংলাদেশে সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক শক্তিকে মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হতে হবে। আর বিএনপি যেহেতু শোধরাবে না, তারা তাদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করবে না, সেজন্য তাদের রাজনীতিও বাংলাদেশে করতে দেয়া যাবে না। স্বাধীনতাবিরোধী আর চক্রান্তকারীদের নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই স্বাধীনতাবিরোধী আর চক্রান্তকারীদের রাজনীতি থেকে বিদায় জানাতে হবে।
বিষয়: বিবিধ
৮০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন