হাঁকডাক দিয়ে হরতাল ডাকলেও বিএনপি নেতারা মাঠে অনুপস্থিত। শঙ্কিত খালেদা জিয়া

লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ০১ মার্চ, ২০১৫, ০৪:০৯:০৬ বিকাল

এক বছরেরও বেশি সময় পর হাঁকডাক দিয়ে হরতাল ডাকলেও তা সফল করতে বিএনপি জোটের নেতাকর্মীদের মাঠে নামতে দেখা যায়নি। যে কারণে বিএনপি জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ফ্লপ হয়েছে। দেশের মানুষ বিএনপি জোটের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাখ্যান করে ঘর থেকে বের হয়ে আসায় যানবাহন চলাচলসহ সব কিছুই এখন স্বাভাবিক। তবে হরতালের নামে বোমাবাজি, গাড়ি ভাঙচুর ও রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বেলে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালিয়েছে হরতালকারীরা। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর প্রতিরোধের মুখে তারা ব্যর্থ হয়। আগে খালেদা জিয়া বিএনপি নেতাদের মাঠে বা রাস্তায় না নামা নিয়ে বিরক্ত হলেও এবার তিনি রীতিমতো শঙ্কিত। কারণ, তিনি এবার নিশ্চিত হয়েছেন, তার দলের নেতারা সরকারি দলের মন্ত্রী-এমপিদের সঙ্গে চুটিয়ে ব্যবসাবাণিজ্য করছেন। তাদের এত সময় নেই, খালেদার ডাকে রাজপথে নেমে নর্তন-কুর্দন করার। হরতাল ডেকে বিএনপি জোটের নেতাকর্মীরা মাঠে না নামলেও রাজধানীর রাজপথ থাকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের দখলে। হরতালকারীদের প্রতিহত করতে বঙ্গবন্ধু এভিনিউসহ রাজধানীর বিভিন্ন অলি-গলিতে অবস্থান করে তারা। হরতাল চলাকালে যানবাহন চলাচল স্বাভাবিক থাকায় রাজধানীর অধিকাংশ গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট লক্ষ্য করা গেছে প্রতিদিন। বিএনপি-জামায়াতের ডকা অবৈধ হরতালে বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, ব্যাংক-বীমায় স্বাভাবিক কাজ হচ্ছে। নগরীতে রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। সারাদেশে লঞ্চ ট্রেন যথারীতি চলেছে। ঢাকাসহ সারাদেশে বিএনপি ও জোটের নেতাকর্মীদের দায়সারা গোছের কর্মসূচি পালনে হতাশ তৃণমূল নেতাকর্মীসহ শীর্ষপর্যায়ের নেতৃত্ব।

বিষয়: বিবিধ

৮৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File