যাত্রী সেবা ও বাণিজ্যিক প্রসারে ঢাকা-শিলং-গৌহাটি পথে বাস চলাচল শুরু
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ২৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:৫৬:৫২ বিকাল
ঢাকা-সিলেট থেকে ভারতের শিলং-গৌহাটির পথে আগামী ২ মে থেকে পরীক্ষামূলকভাবে বাস সার্ভিস চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরীক্ষামূলক বাস সার্ভিসের আসন সংখ্যা হবে ২৬-৩০টি। বাসগুলোতে ওয়াইফাই ও ট্রকিং সিস্টেম চালু থাকবে। যাত্রী চাহিদানুয়ায়ী তা পরবর্তীতে বৃদ্ধি করা হবে। ইমিগ্রেশন-কাস্টমের সুবিধা পর্যায়ক্রমে চাহিদানুয়ায়ী বৃদ্ধি করবে সরকার। পরিপূর্ণ যাত্রী সেবা নিশ্চিত করতে সব ধরনের সুবিধা প্রদান করা হবে। উদ্দেশ্য বাণিজ্যিক প্রসার ও বিনোদন। সরকারের এমন উদ্দেশ্যে বাণিজ্যিক প্রসার যেমন হবে তেমনি পরিপূর্ণ যাত্রী সেবায় বিনোদন বাড়বে পর্যটকদের।
বিষয়: বিবিধ
৭৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন