নতুন বাজারে পোশাক রফতানি বাড়ছে দ্বিগুণ হারে

লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ২৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:২১:২৩ বিকাল



পুরনো এবং নতুন সব বাজারে পোশাক রফতানি বাড়ছে। বিশেষ করে নতুন বাজারে রফতানি প্রবৃদ্ধি বেশ ভালো। সমাপ্ত অর্থবছরে নতুন বাজার থেকে রফতানি আয়ে প্রবৃদ্ধি বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। ২০১২-১৩ অর্থবছরে এসব বাজারে প্রবৃদ্ধি ছিল ১২ দশমিক ৭১ শতাংশ, যা ২০১৩-১৪ অর্থবছরে বেড়ে হয়েছে ২১ দশমিক ১৫ শতাংশ। বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, ২০০৯ সালে বিশ্বমন্দায় প্রধান প্রধান বাজারে রফতানি কমে যাবার আশঙ্কায় ছোট ছোট নতুন বাজারের দিকে মনোযোগ বাড়িয়েছেন তারা। সরকারের পক্ষ থেকেও প্রচলিত বাজারের পাশাপাশি নতুন বাজার সম্প্রসারণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে নতুন বাজার থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তবে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসুর মতে, নতুন বাজার সম্প্রসারণে ইপিবির ভূমিকাই মুখ্য। বাজার সম্প্রসারণে সরকারি পর্যায়ে (জিটুজি) আলোচনার মাধ্যমে এটা সম্ভব হয়েছে। ইপিবি এবং বিজিএমইএর গবেষণা সেলের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত তিন অর্থবছর ধরে প্রতি বছর নতুন বাজারে রফতানি আয় দ্বিগুণ হারে বাড়ছে। পোশাকশিল্পের নতুন বাজার খুঁজতে প্রতি বছর বিজিএমইএ ও বিকেএমই বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠিয়ে থাকে। সফরে সরকারি, বেসকারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে তারা। এভাবেই বাজার সৃষ্টি হচ্ছে। সহায়তা হিসেবে সরকারের পক্ষ থেকে সম্ভাবনাময় বিভিন্ন দেশে দূতাবাস খোলা হচ্ছে। ইতিমধ্যে ব্রাজিলে হাইকমিশন খোলা হয়েছে। এই হাইকমিশনের মাধ্যমে ব্রাজিল ছাড়াও লাতিন আমেরিকার অন্যান্য দেশে ক্রেতা সন্ধান করা হচ্ছে। এ উদ্দেশ্যে বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্যের একক মেলার আয়োজন এবং আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করছে বাংলাদেশ।

বিষয়: বিবিধ

৬৮৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305775
২৩ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এটা আমাদের অর্থনীতির জন্য ভালো খবর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File