শীর্ষ নেতাদের ভাগ্য নির্ধারণ হবে এবার লন্ডনে

লিখেছেন লিখেছেন আবডুল রহমান ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:২৭:৩০ রাত



২০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী গত ৫ জানুয়ারি সরকারবিরোধী আন্দোলন শুরু হয়েছিল। সেই সময় বিএনপির নেত্রীতে যারা ছিলেন এক পর্যায়ে তাকেও হারিয়ে ফেলে দলটি। এমতাবস্থায় স্থায়ী কমিটির সদস্যরাও চলে যান আত্মগোপণে। খালেদাও গুলশান কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। একপর্যায়ে খালেদা জিয়া ও তারেক রহমান বিষয়টি উপলব্ধি করতে পারেন। তখন তারা নিজেরাই বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরের শীর্ষ নেতাদের সঙ্গে ফোনে যোগাযোগ শুরু করেন। ওই সময় সিলেটসহ সারাদেশের একাধিক নেতার সঙ্গে তারা ফোনে কথা বলেছেন। এরপরও আন্দোলনের গতি ফেরাতে পারেননি দলের দুই কাণ্ডারী। কেন এমন অবস্থার সৃষ্টি হয়েছিল, দলী নেতাদের বর্তমান অবস্থান, ৫ জানুয়ারি আন্দোলনের সময় সোহেল-শিমুলদের অবস্থান, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সম্মেলনসহ বিভিন্ন বিষয় নিয়ে মা-ছেলের একান্ত আলাপ-আলোচনা হবে। এছাড়াও গত ১৬ অগাস্ট খালেদা জিয়ার লন্ডন যাওয়ার কথা ছিল। কিন্তু গৃহকর্মীর ভিসা জটিলতার করাণে সেই সময় তিনি লন্ডন সফর বাতিল করেছিলেন। অবশেষে গতকাল মঙ্গলাবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে তিনি দেশত্যাগ করেছেন। ম্যাডাম উনার ছেলে তারেক রহমান ও ছেলের স্ত্রী জুবায়দা রহমানের সঙ্গে দলীয় বিষয় নিয়ে আলোচনা করার কথা রয়েছে। এ সময় বিগত আন্দোলনের পর্যালোচনা করা হবে। এমনকি ওই আন্দোলনে দলের শীর্ষ নেতাদের অবস্থান কি ছিল তাও খতিয়ে দেখা হবে।’ এছাড়াও গুলশান কার্যালয়ে থাকা নেতাদেরও অবস্থান খতিয়ে দেখা হবে।

বিষয়: বিবিধ

৭২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File