বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে হাবুডুবু খাচ্ছেন নেত্রী

লিখেছেন লিখেছেন আবডুল রহমান ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৪৩:৫৪ দুপুর

কাউকে সঙ্গী না নিয়েই নেত্রী দেশ ত্যাগ করলেন। তাহলে কি তিনি মনের দুঃখে কাউকে সঙ্গী না করে দেশ ছাড়ছেন? তিনি কাউকে বিশ্বাস করতে পারছেন না মনে হয়? তাঁর দেশ ত্যাগ নিয়ে এর আগে এত রহস্য হয়নি। এমনকি তিনি কোথায় অবস্থান করবেন তাও গোপনীয় রাখা হয়েছে। কেন? এমন গোপনীয়তা রক্ষ্যা করা দেখে আমার বিভিন্ন দেশের কিছু প্রধানদের কথা মনে পড়ছে। যারা ঐ দেশটাকে নিজেদের কারণেই ধ্বংস করেছেন। তবে তিনি এমন কিছু করবেন না যাতে এই দেশের কোন রকমের ক্ষতি সাধন হয়। সব সময় নিজের কথা না ভেবে এই দেশের মানুষকে ভালবেসে দেখুন, দেখবেন এর চেয়ে আর আনন্দ কোথাও পাবেন না। সব সময় শরীরের জন্য না করে কিছু মনের জন্যও করুন।

বিষয়: বিবিধ

৬১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File