বাংলাদেশের বর্তমান অগ্রগতিতে বিস্মিত (শেষ পর্ব)

লিখেছেন লিখেছেন আবডুল রহমান ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:১০:৫২ বিকাল

বহুভাষাবিদ প্রাচ্যবিশারদ ড. ভিতালি ভিয়াচিস্লাভোভিচ নাউমকিন মস্কো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের বিশ্বরাজনীতি অনুষদের চেয়ারম্যান, রুশ বিজ্ঞান একাডেমির প্রাচ্যবিদ্যা ইনস্টিটিউটের পরিচালক, মস্কোর সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পলিটিক্যাল স্টাডিজের প্রেসিডেন্ট এবং প্রাচ্যবিষয়ক সাময়িকপত্র ভাস্তোক-এর প্রধান সম্পাদক। প্রাচ্যবিদ্যা ইনস্টিটিউটের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্মবিষয়ক একটি গ্রন্থ রচনা প্রকল্পের কাজে সম্প্রতি ঢাকায় এলে তিনি তার বক্তব্যে তুলে ধরেছেন-



ড. ভিতালি ভিয়াচিস্লাভোভিচ নাউমকিন

সামাজিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। আমি আরব ও ইসলামি সমাজ নিয়ে গবেষণা ও পড়াশোনা করি। মুসলমান সমাজ আমার একটা আগ্রহের বিষয়। আরব বিশ্বে বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে বেশি দেশ খুঁজে পাওয়া যাবে না, যেখানে নারী প্রধানমন্ত্রী বা নারী প্রেসিডেন্ট আছেন, বেনজির ভুট্টো কিংবা মেঘবতী সুকর্ণপত্রীর মতো হাতে গোনা কয়েকজন ছাড়া। এঁদের মধ্যে শেখ হাসিনা একজন বিশ্ব পর্যায়ের নেতা হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাচ্ছেন। বাংলাদেশকে আমি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিশ্বের একটা মডেল হিসেবে বিবেচনা করি। কারণ, এখানে নারীদের অগ্রগতি হয়েছে অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। এবং সেটা ঘটেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের গুণে। তা ছাড়া, তিনি উগ্র ইসলামপন্থা যেভাবে দমন করতে সক্ষম হয়েছেন, সেটাও উল্লেখ করতে হয়। তাঁর নেতৃত্বের এসব সাফল্যময় দিক আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে, সে কারণেই আমরা ইনস্টিটিউট অব ওরিয়েন্টাল স্টাডিজ থেকে উদ্যোগ নিয়েছি তাঁর জীবন ও কর্ম সম্পর্কে একটা গ্রন্থ রচনার।ইনস্টিটিউট অব ওরিয়েন্টাল স্টাডিজ থেকে আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি, যার লক্ষ্য হচ্ছে প্রাচ্যের উন্নয়নশীল দেশগুলোর যেসব নেতা, রাষ্ট্রনায়ক তাঁদের দেশ ও জাতির উন্নয়ন সাধনে অসাধারণ অবদান রেখেছেন বা রাখছেন, তাঁদের গোটা প্রাচ্যের জনসাধারণের সামনে তুলে ধরা। এর আগে আমরা মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদকে নিয়ে একটি গ্রন্থ রচনা ও প্রকাশ করেছি। এখন চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে একটি গ্রন্থ রচনার কাজ। গ্রন্থটি আমরা প্রকাশ করব একসঙ্গে চারটি ভাষায়: রুশ, বাংলা, আরবি ও ইংরেজিতে। বইটির আরবি সংস্করণ করা হবে এই উদ্দেশ্যে, যেন আরব বিশ্বের জনগণ, বিশেষত নারীরা শেখ হাসিনার জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারেন।

বিষয়: বিবিধ

৮৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File