অর্থনৈতিক উন্নয়নে সূচনা হবে নতুন দিগন্তের! চারটি সেতুর উদ্বোধন আজ
লিখেছেন লিখেছেন আবডুল রহমান ২০ আগস্ট, ২০১৫, ০৪:২৪:৩৭ বিকাল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে চারটি সেতু উদ্বোধন করবেন। কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর উপর নির্মিত বাটাখালী সেতু, সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সড়কের কুশিয়ারা নদীর উপর নির্মিত ‘চন্দরপুর সেতু’, সুনামগঞ্জে সুরমা নদীর উপর নির্মিত ‘সুরমা সেতু’ ও গাইবান্ধায় করতোয়া নদীর উপর নির্মিত ‘বড়দহ সেতু’। কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীর উপর নবনির্মিত বাটাখালী সেতু খুলে দেয়া হলে চকরিয়ার সঙ্গে মহেশখালীর সড়ক যোগাযোগও সহজ হবে। এতে দুই উপজেলার হাজার হাজার জনগণের যাতায়াতে দুর্ভোগ লাঘব হবে। পাশাপাশি উৎপাদিত মৎস্য, লবণ, পানসহ নানা কৃষিপণ্য দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা সহজ হবে। সেতুটির কারণে এতদাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সূচনা হবে নতুন দিগন্তের।
বিষয়: বিবিধ
৮২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন