বঙ্গবন্ধুর খুনিদের বিচার আমাদের ইতিহাসের দায়

লিখেছেন লিখেছেন আবডুল রহমান ১৬ আগস্ট, ২০১৫, ০৫:৩৫:৫৩ বিকাল



এবার জাতির জনকের শাহাদাতের ৪০ বছর পূর্তি হওয়ায় দিনটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। দেশজুড়ে নানা কর্মসূচিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গোটা জাতি গভীর শোক আর বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণের পাশাপাশি তার স্বপ্নের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠার দৃঢ় শপথও নিয়েছে। পাশাপাশি বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে জাতীয় কমিশন গঠনের জোরালো দাবিও উঠেছে। বঙ্গবন্ধুর খুনিরা যেখানেই থাকুক, তাদের বিচারের রায় কার্যকরের জোড়ালো দাবিও জানিয়েছে দেশবাসী। ষড়যন্ত্রকারীদের বিচারের মুখোমুখি করতে সব ধরনের চেষ্টা অব্যাহত রাখতে হবে। ইতিহাসের এই জঘন্যতম হত্যাকাণ্ডের একজন খুনিও বেঁচে থাকা পর্যন্ত এই চেষ্টা অব্যাহত থাকবে। এটা আমাদের ইতিহাসের দায়। এই দায় আমাদের শোধ করতেই হবে। যতদিন বাংলাদেশ থাকবে এই খুনিদের বিচারের আওতায় আনার উদ্যোগ ততদিন থাকবে। দলমত নির্বিশেষে সবাইকে একযোগে দেশের জন্য কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হবে। আসুন আমরা বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের চেতনায় ধারন করি।

বিষয়: বিবিধ

৭৪০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336219
১৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : দলমত নির্বিশেষে সবাইকে একযোগে দেশের জন্য কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হবে। আসুন আমরা বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের চেতনায় ধারন করি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File