দেশের বেকারত্ব নিরসনে সহায়ক ভূমিকা পালন করছে জনশক্তি রপ্তানি খাত
লিখেছেন লিখেছেন আবডুল রহমান ১২ জুলাই, ২০১৫, ০৩:৩৯:০৭ দুপুর

বাংলাদেশের অন্যতম শ্রমবাজার মালয়েশিয়া বেসরকারিভাবে বাংলাদেশ থেকে শ্রমিক নিতে সম্মত হয়েছে। রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বছরে পাঁচ লাখ শ্রমিক নেবে দেশটি। মালয়েশিয়ার শ্রমবাজার পুনর্বার উন্মুক্তের প্রক্রিয়ার খবরটি নিঃসন্দেহে আশাপ্রদ। আবার আশার আলো দেখছে মালয়েশিয়ার শ্রমবাজার। বেসরকারি মাধ্যমে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সিদ্ধান্তটি ইতিবাচক ক্ষেত্র। বাংলাদেশের অর্থনীতিতে প্রাণভোমরার ভূমিকা পালন করছে রেমিট্যান্স খাত। বিদেশে কর্মরত প্রায় ৮০ লাখ কর্মজীবী মানুষ পরিবার-পরিজনের জন্য যে অর্থ পাঠান তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে সমৃদ্ধ করছে। শত প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশকে সোজা হয়ে দাঁড়ানোর শক্তি জোগাচ্ছে। বিশ্বমন্দা থাকা সত্ত্বেও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে যেমন জিডিপি প্রবৃদ্ধিকে ধরে রাখা সম্ভব হচ্ছে, অনুরূপভাবে জনশক্তি রপ্তানির মাধ্যমে দেশের বেকারত্ব নিরসনে খাতটি সহায়ক ভূমিকা পালন করে আসছে। বর্তমান সরকার বহির্বিশ্বে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে নতুন নতুন দ্বার উন্মোচন করছে তা যে কোনো উপায়ে ধরে রাখতে হবে। বিশেষ করে মালয়েশিয়ায় পুনর্বার জনশক্তি রপ্তানির সুযোগটি আমাদের কাজে লাগাতে হবে।
বিষয়: বিবিধ
৮৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন