মানুষ যখন তার পরিমিতবোধ হারিয়ে ফেলে কিংবা তার সীমারেখা লংঘন করে তখনই সে ছাগল কিংবা পাগলের মত আচরণ শুরু করে

লিখেছেন লিখেছেন আবডুল রহমান ০৬ জুলাই, ২০১৫, ০৩:৪৫:৪০ দুপুর



মানুষ দেখে এসেছে যে, ছাগল যখন চিবুতে শুরু করে, তখন সে পাতা, কাগজ, চাটাই, চামড়া হেন বস্তু নেই যা সে চিবোয় না বা খায় না। সুতরাং মানুষ বলে থাকে, ছাগলে কী না খায়। আর মস্তিষ্ক বিকৃত, বুদ্ধি প্রতিবন্ধী অথবা পাগল যাই বলি না কেন, তার মুখে কোন কথা আটকায়না। তার কত কথা, কত বক্তৃতা, কত বিড়বিড়, কত অভিব্যক্তি। এর কোন বিষয়বস্তু নেই, কোন শেষও নেই। পাগলে কী না কয়।কোন মানুষ যখন তার পরিমিতবোধ হারিয়ে ফেলে কিংবা তার সীমারেখা লংঘন করে তখনই সে ছাগল কিংবা পাগলের মত আচরণ শুরু করে। মানুষ যখন হিরো থেকে সে জিরো হয়ে যায়। হাদীস শরীফে হযরত নবী করীম (সা.) বলেন, অহংকারী হয়ে মানুষ যখন ধরাকে সরা জ্ঞান করে তখন আল্লাহ তার মর্যাদা হ্রাস করেন। 'বিএনপি-জামায়াত জোটের লাগাতার আন্দোলনে কারা পেট্রলবোমা ছুড়েছে, ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা সবারই জানা আছে। এদের অনেকে ধরা পড়েছে এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এরা কোন কোন দলের সদস্য সে রেকর্ডও আছে। 'পুলিশ পেট্রলবোমা ছুড়েছে' দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয়। অথচ সেই বিএনপি নেত্রীই এখন নিজের কৃতকর্মের কথা ভুলে গিয়ে রাজনৈতিকভাবে ফায়দা হাসিলের লক্ষ্যে নির্লজ্জের ন্যায় মিথ্যাচার করছে। নিজের কৃত-কর্মের দায় অন্যর ঘাড়ে চাপানোর ষড়যন্ত্রের চেষ্টা মাত্র।



বিষয়: বিবিধ

১০৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File