বিদেশী প্রভুদের কাছে ধর্ণা দিয়েও পাত্তা পাচ্ছে না বিএনপি জোট

লিখেছেন লিখেছেন আবডুল রহমান ১৯ জুন, ২০১৫, ০২:৪৭:৪৬ দুপুর



নির্বাচনে না এসে এবং আন্দোলনে পরাজিত হয়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত জোট এখন বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে। কিন্তু তাদের অতীতের ধ্বংসাত্মক-নাশকতামূলক জঙ্গী অপতৎপরতার কারণে বিদেশীদের কাছেও তারা এখন পাত্তা পাচ্ছে না। বিএনপি-জামায়াত জোট যে বীভৎস নোংরা খেলায় মেতেছিল, তা দেশবাসীর সামনে স্পষ্ট। আদালতের বিরুদ্ধে কেউ হরতাল ডাকে কোন সভ্য দেশে তার নজির নেই। সন্ত্রাসী দল জামায়াত-শিবির তাই করেছে। কিন্তু দেশের জনগণ ঘৃণাভরে স্বাধীনতাবিরোধীদের ডাকা হরতাল প্রত্যাখ্যান করেছে। আগে বাংলাদেশে শ্লোগান ছিল চালের দাম কমাতে হবে। বর্তমান সরকারের আমলে এখন শ্লোগান হচ্ছে চালের দাম বাড়াতে হবে। দেশ আজ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে এটিই তার প্রমাণ।

বিষয়: বিবিধ

৮৩১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326736
১৯ জুন ২০১৫ বিকাল ০৪:৪৯
অনেক পথ বাকি লিখেছেন : দেশের জনগণের উপর তাদের ভরসা নাই তাই বিদেশীদের পা চাটতেছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File