চুক্তি হচ্ছে ভারতে ব্যান্ডউইথ রফতানির আয় হবে বছরে প্রায় ১০০ কোটি
লিখেছেন লিখেছেন আবডুল রহমান ০২ জুন, ২০১৫, ০৩:৩৫:২১ দুপুর
দীর্ঘ তিন বছর আলোচনা শেষে আগামী শনিবার ভারতে ব্যান্ডউইথ রফতানির চূড়ান্ত স্বাক্ষর হতে যাচ্ছে। মূলত ৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে এ চুক্তির স্বাক্ষর হবে। বিএসসিসিএলের সঙ্গে ভারতের টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠান ভারত সঞ্চার নিগম লিমিটেডের (বিএসএনএল) মধ্যে এ চুক্তি হতে যাচ্ছে। ব্যান্ডউইথ রফতানি করে দেশের ইন্টারনেট ব্যবস্থাপনাকারী প্রতিষ্ঠান বিএসসিসিএলের বছরে ১০০ কোটি টাকা আয় হবে। দেশে বর্তমানে ২০০ জিবিপিএস ব্যান্ডউইথ আছে। এর মধ্যে মাত্র ৩০ জিবিপিএস বাংলাদেশ ব্যবহার করে। বাকি ১৭০ জিবিপিএস ব্যবহার হয় না। অব্যবহৃত ব্যান্ডউইথ থেকেই মাত্র ১০ জিবিপিএস ব্যান্ডউইথ রফতানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে তা ৪০ জিবিপিএস পর্যন্ত বাড়ানো যাবে। চুক্তির মেয়াদকাল হবে তিন বছর। এছাড়া প্রথম তিন বছরের চুক্তির পর প্রতি বছর চুক্তি নবায়ন করা হবে। এতে ব্যান্ডউইথ মূল্য নতুন করে ঠিক করা হবে। এতে বিএসসিসিএল প্রতি এমবিপিএস ব্যান্ডউইথ ১০ ডলারে (৭৮০ টাকা) রফতানির প্রস্তাব ছিল যা অনুমোদন পেয়েছে। ১০ জিবিপিএস ব্যান্ডউইথ রফতানি করে বাংলাদেশ ৯ কোটি ৪২ লাখ টাকার বৈদেশিক মুদ্রা আয় করবে। এ টাকার ৪ ভাগের এক অংশ দিয়ে বিটিসিএলের কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেয়া যাবে। আর বিভিন্ন কোম্পানির চাহিদার পরিপ্রেক্ষিতে ভারত ভবিষ্যতে ৪০ জিবিপিএস পর্যন্ত ব্যান্ডউইথ নিলে সেক্ষেত্রে আয় ৪ লাখ ডলার পর্যন্ত হতে পারে। প্রথম দফার চুক্তিতে আখাউড়া দিয়ে ত্রিপুরার সঙ্গে সংযোগ স্থাপিত হবে। পরে আরও দুটি সংযোগ হবে। এর মাধ্যমে দেশটির পূর্ব দিকের সাতটি রাজ্য বাংলাদেশের ব্যান্ডউইথের মাধ্যমে ইন্টারনেট সেবা দেবে।
বিষয়: বিবিধ
৮৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন