বিনিয়োগে আকর্ষণ ও রফতানি খাতকে সহযোগিতা করতে বিশেষ উদ্যোগ সরকারের
লিখেছেন লিখেছেন আবডুল রহমান ২৪ মে, ২০১৫, ০৬:৩৪:০৭ সন্ধ্যা
সরকার কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগে আকর্ষণ ও রফতানি খাতকে সহযোগিতা করতে বিশেষ পদক্ষেপ নিচ্ছে। এজন্য আসন্ন বাজেটে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। দেশে স্থিতিশীলতা আনতে সরকার সক্ষম হয়েছে। ৫ জানুয়ারির পর দেশে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা দূর হয়েছে। এ অনিশ্চয়তা কীভাবে দূর করা যায় সে ব্যাপারেও বর্তমান সরকারের অভিজ্ঞতা রয়েছে। আর তাই কর্মসংস্থান তৈরিতে এখন দেশী-বিদেশী বিনিয়োগ উৎসাহিত হচ্ছে। বর্তমানে দেশে রফতানিমুখী তৈরি পোশাক শিল্প এখন শক্তিশালী অবস্থানে রয়েছে। কর্মসংস্থান তৈরিতে এ খাতটি বড় ভূমিকা রাখছে। তাই পোশাক শিল্পের উদ্যোক্তারা যখনই সরকারের কাছে কিছু চায় তা দেয়ার চেষ্টা করা হয়। আর এভাবেই কর্মসংস্থান তৈরির বিভিন্ন খাতকে সরকার সহযোগিতা দিয়ে যাচ্ছে। গত ৫ জানুয়ারির পর দেশে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল ঠিকই কিন্তু সরকার তা মোকাবেলা করতে সমর্থ্য হয়েছে। এখন দেশে অভ্যন্তরীণ ও বিদেশী বিনিয়োগ বাড়ছে। বিনিয়োগ বাড়লেই নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে। নতুন কর্মসংস্থান একটি বড় চ্যালেঞ্জ। কারিগরি এবং প্রযুক্তিগত শিক্ষার দিকে সবার নজর দেয়া প্রয়োজন। দেশে বিপুলসংখ্যক গ্রাজুয়েশনধারী বেকার রয়েছে কিন্তু তারপরও আমাদের পোশাক খাতে ভারত, পাকিস্তান এবং শ্রীলংকা থেকে দক্ষ মানবসম্পদ আনতে হচ্ছে। তাই যুগপোযোগী দক্ষ মানবসম্পদ তৈরি করে অর্থনৈতিক দিক দিয়ে দেশ আরও গতিশীল হবে এটাই সবার প্রত্যাশা।
বিষয়: বিবিধ
৭৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন