তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে ইন্টারনেট সহজলভ্য করার সিদ্ধান্ত সরকারের

লিখেছেন লিখেছেন আবডুল রহমান ২০ মে, ২০১৫, ০৮:৪৫:১৪ রাত

ডিজিটাল বাংলাদেশ এখন কোনো স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিয়েছে। উন্নত বিশ্বে যত আধুনিক প্রযুক্তি আসবে বাংলাদেশ তার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে। ২০১৭ সালের মধ্যে নিজস্ব স্যাটেলাইট স্থাপন করা হবে। বর্তমান সরকারের আমলে দেশের ৯৯ শতাংশ এলাকা মোবাইল নেটওয়ার্কের আওতায় এসেছে। দুর্গম পার্বত্য এলাকায়ও পৌঁছে গেছে সে নেটওয়ার্ক। ৩-জি প্রযুক্তির মোবাইল নেটওয়ার্ক চলছে। ৪-জি প্রযুক্তিও অচিরেই চালু হবে। ১৬ কোটি মানুষের দেশের প্রায় এক কোটি বিদেশেই থাকে। আর ১৫ কোটির মধ্যে মোবাইল ফোনের সিম ব্যবহারের সংখ্যা ১২ কোটি ৪৭ লাখ ৪ হাজার ৮৬৯টি। ইন্টারনেটে গতি বাড়াতে দ্বিতীয় সাবমেরিন কেবলের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে। ২০০৯ সালে সরকার গঠনের পর নির্বাচনী ওয়াদা ‘ডিজিটাল বাংলাদেশ’ এর বাস্তবায়ন পরিকল্পনা হাতে নিয়ে মাত্র সাড়ে ছয় বছরে এই অভাবনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে ইন্টারনেট সহজলভ্য করার কোনো বিকল্প নেই। এ জন্য সরকার ইন্টারনেটের মূল্য কমিয়েছে। প্রতি এমবিপিএস ইন্টারনেটের মূল্য ২৭ হাজার টাকা থেকে কমিয়ে সর্বনিম্ন ৬১২ টাকা পর্যন্ত করা হয়েছে। ইন্টারনেটের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সাবমেরিন কেবলের ক্যাপাসিটি ২০০ জিবিপিএস পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সরকারের এ সিদ্ধান্তের ফলে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে এটাই সবার প্রত্যাশা।

বিষয়: বিবিধ

৫৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File