তিন মাসের অর্জন দেড় শতাধিক নিরীহ মানুষের লাশ এবং সর্বশান্ত করা হয়েছে তাদের পরিবারকে

লিখেছেন লিখেছেন আবডুল রহমান ০৬ এপ্রিল, ২০১৫, ০৪:২৫:৩৬ বিকাল



৯২ দিন পর দলীয় কার্যালয় থেকে বেরিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আদালতে আত্মসমর্পণ এবং নিজ বাসায় ফিরে যাওয়ার ঘটনাকে স্বাগত জানালেও এ সময়ে দেড় শতাধিক মানুষকে পুড়িয়ে হত্যা ও দেশের অর্থনীতি ধ্বংস করে তিনি (খালেদা জিয়া) কী অর্জন করেছেন? সেই প্রশ্ন জনগণের। বিএনপি নেত্রীকে কৈফিয়ত দিতে হবে এতগুলো জীবন তিনি কেড়ে নিলেন কেন? দগ্ধ হয়ে নিহত দেড়শ নিরীহ মানুষের পরিবারকে সর্বশান্ত করে কী অর্জন নিয়ে উনি ঘরে ফিরলেন? আন্দোলনের নামে তিন মাসে নিরীহ নিরাপরাধ মানুষকে হত্যা ছাড়া আর কিছু অর্জন করতে পারেননি খালেদা জিয়া। আর কোন লাভ হয়নি তাঁর। একটি দেশকে নিয়ে খালেদা জিয়া তিন মাস খেলা করেছেন। নেত্রী আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়ে ঘরে ফিরেছেন। জনগণের প্রশ্ন এই ৯২ দিনে তিনি কী লাভ করেছেন? দেশের মানুষের ক্ষতি ছাড়া আর কোন লাভ হয়নি। খালেদা জিয়া কোর্টে গেলেন, সিটি নির্বাচনে অংশ নিলেন, কিন্তু তাঁকে কৈফিয়ত দিতে হবে এতগুলো জীবন তিনি কেড়ে নিলেন কেন? দেশের অর্থনীতির ক্ষতি করলেন কেন? বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষতিগ্রস্ত করলেন কেন? জঙ্গী তৎপরতা বন্ধ হয়ে গেছে, নাশকতার খবর নেই, পেট্রোলবোমাও কমে গেছে। এর কারণ যারা কাজগুলো করেছে তাদের অনেকেই ধরা খেয়েছেন। দেশের মানুষ সন্ত্রাস, নাশকতা ও জঙ্গী তৎপরতার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমাদের বিশ্বাস খালেদা জিয়া আর এই পথে যাবেন না। নির্বাচন না করে তিনি যে ভুল করেছেন, তথাকথিত আন্দোলনের নামে দেশের যে ক্ষতি করেছেন, তা উপলব্ধি করেই কোর্টে গিয়ে আত্মসমর্পণ করেছেন। কিন্তু মানুষের রক্তের হোলিখেলা ছাড়া শূন্য অর্জন নিয়েই তাঁকে বাসায় ফিরতে হয়েছে। বিএনপির নেত্রীর এই তিন মাসে একটাই লাভ করেছেন তা হলো দগ্ধ হয়ে মৃত্যুবরণকারী দেড় শতাধিক নিরীহ মানুষের পরিবারকে সর্বশান্ত করে দিয়েছেন।

বিষয়: বিবিধ

৬৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File