জাহাজ নির্মাণ শিল্প বিকাশে অর্থনীতির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচোন
লিখেছেন লিখেছেন আবডুল রহমান ২১ মার্চ, ২০১৫, ০৪:০৬:১৬ বিকাল
বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পের বিকাশে সম্প্রতি অর্থনীতির এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। আর ডেনমার্ক বাংলাদেশের এই জাহাজ নির্মাণ শিল্পের সবচেয়ে বড় ক্রেতা। তাছাড়া ডেনমার্ক বাংলাদেশের সফটওয়্যার রফতানির অন্যতম বৃহৎ বাজার। বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প ও সফটওয়্যার শিল্পের বিকাশে ডেনমার্কের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা ও কারিগরি সহায়তা রয়েছে। ডেনমার্কের সরকারী সাহায্য সংস্থা ডেনিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (ডানিডা) বাংলাদেশের গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। ডেনমার্কে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশী বসবাস করছে এবং নতুন শ্রমবাজার সৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের চা রফতানির একটি অন্যতম বৃহৎ বাজার পোল্যান্ড। এছাড়া ইউরোপীয় দেশের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক পোশাক শিল্পপণ্যও রফতানি হয় পোল্যান্ডে। পোল্যান্ড অস্ত্র-গোলাবারুদেরও অন্যতম সরবরাহকারী। খুব সত্বর পোল্যান্ডে এই দূতাবাস চালু হচ্ছে। ইতোমধ্যে এই দূতাবাসের জন্য একজন রাষ্ট্রদূতও নিয়োগ দিয়েছে সরকার। উল্লেখ্য, পোল্যান্ড ১৯৭২ সালের ১২ জানুয়ারি ষষ্ঠ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। সে কারণে পোল্যান্ডের সঙ্গে বাংলাদেশের একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশের গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়নে এই প্রজেক্ট ব্যাপক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বিষয়: বিবিধ
৬৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন