রাজনীতি এখন আর রাজনীতিবিদের হাতে নেই

লিখেছেন লিখেছেন আবডুল রহমান ১২ মার্চ, ২০১৫, ০৮:৩৩:১০ রাত

শুনেছি যারা University তে পড়াশুনা করতো, তারা খুব বেশী রাজনৈতিকভাবে সচেতন হতো । বিশেষ করে চড়ষরঃরপধষ ঝপরবহপব এ যারা পড়াশুনা করতো তারা রাজনৈতিক বিশ্লেশনে নিজেদেরকে রাজনৈতিক অংগনে শুপরিচিত করে তুলতো । এখন আর সেটা দেখা যায় না । টহরাবৎংরঃু গুলোতে তো কোন রাজনৈতিক চৎধপঃরপ ই নাই, সে ¯হানগুলো আজ দখল করে নিয়েছে ঞবহফবৎ বাজ নেতারা, তারা অর্থনৈতিকভাবে ফুলে ফেঁপে উঠছে, শরীর থেকে ছাত্র নাম না মুছতেই তারা বড় বড় ব্যবসায়ী বনে যাচ্ছে । আর অনেক দিন হলো টহরাবৎংরঃু গুলোতে কোন নির্বাচন নেই, চড়ষরঃরপধষ অপঃরারঃরবং ও তেমন একটা নেই বললেই চলে । সুতরাং রাজনৈতিক নেতা তৈরীর কারখানাই বন্দ হয়ে যাচ্ছে - তাই নেতা আর তৈরী হবে কোথা থেকে ।

যেহেতু রাজনৈতিক নেতা তৈরী হচ্ছে না, তাই রাজনৈতিক মাঠ দখল করে নিচ্ছে অন্যরা যেমন ব্যবসায়ীদের আনাগোনা বাড়ছে, বাড়ছে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের (আমলাদের) আনাগোনা ও । তাই রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে নেই - তারা আস্তে আস্তে দেউলিয়া হয়ে যাচ্ছে । আর যেখানে আন্দোলন হয়, গোপন আস্তানার ঠরফবড়/অঁফরড় বিবৃতির মাধ্যমে, সেখানে রাজনীতিবিদদের কি অব¯হা তা আর কারো বুঝতে বাকি থাকার কথা নয় । আজ আন্দোলনের একমাত্র হাতিয়ার পেট্রোল বোমা, যা সাধারণ মানুষদের পুড়িয়ে ছারখার করে দিচ্ছে । আন্দোলনে নেই সাধারণ মানুষ/দলীয় নেতাকর্মীদের কোন সংশ্লিষ্টতা । সেখানে রাজনীতি কাদের হাতে বলুন । আজ আর আন্দোলনে মিছিল-মিটিং হয় না, হয় বোমাবাজী, অগ্নিসংযোগ আর ভাংচুর । সুতরাং রাজনীতিবিদরা আজতো দেউলিয়া হয়ে পড়েছে, রাজনীতি আজ আর তাদের হাতে নেই - হরতালের কার্যকরীতা ও আজ তাদের হাতে নিঃস্ক্রিয় হয়ে গেছে । সাধারণ মানুষ কি চায় তা না বুঝে আজ অন্ধের মত কর্মসূচী দিয়ে দেশের শিক্ষা ও অর্থনীতি তথা দেশকে ধ¡ংসের দিকে ঠেলে দেয়া হচ্ছে । এর থেকে সাধারণ মানুষ পরিত্রান চায় ।

বিষয়: বিবিধ

৭৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File