শিল্প উদ্যোগ টিকিয়ে রাখা লক্ষ্যে বিশ্বমানের পণ্য উৎপাদন করার তাগিদ সরকারের

লিখেছেন লিখেছেন আবডুল রহমান ১০ মার্চ, ২০১৫, ০৩:৫৬:৩৫ দুপুর



নতুন প্রযুক্তির আবিষ্কার এবং মুক্ত বাজার অর্থনীতির ফলে নিজেদের পণ্যের বাজার ধরে রাখা কঠিন হচ্ছে। তাই বিশ্বমানের পণ্য উৎপাদন ছাড়া কোন শিল্প উদ্যোগ টিকিয়ে রাখা কঠিন হবে।

পরিবর্তিত প্রেক্ষাপটে বিশ্বব্যাপী শিল্পায়ন উদ্যোগ নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করছে। এমন বাস্তবতা থেকেই পৃথিবীর শিল্পোন্নত দেশগুলো ইনোভেশন এ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের প্রতি অগ্রাধিকার দিচ্ছে। বর্তমান সরকারও এ ধারায় সামিল হয়েছে এবং হচ্ছে। এর মাধ্যমে যেমন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। শিল্প ও সেবা খাতে নতুন নতুন উদ্যোক্তাও সৃষ্টি হবে।

সরকারের পরিকল্পনা ও সহযোগিতায় এর আওতায় বিসিক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কারিগরি দক্ষতা উন্নয়ন কেন্দ্র, টাঙ্গাইল, রাজশাহী, যশোর ও সিলেটে ইনফরমেশন এ্যান্ড কমুউনিকেশন টেকনোলজি বিষয়ক দক্ষতা উন্নয়নমূলক কারিগরি প্রশিক্ষণের আয়োজন করবে। এর উদ্দেশ্যে বা লক্ষ্যে একটাই, আর তা হলো বিশ্বমানের পন্য উৎপাদন করা।



বিষয়: বিবিধ

৭৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File