সন্ত্রাসী কর্মকাণ্ড ও নিরীহ মানুষ পুড়িয়ে কি অর্জন করতে চায় বিএনপি-জামায়াত?

লিখেছেন লিখেছেন আবডুল রহমান ২৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:২১:৩৭ বিকাল



একমাত্র ক্ষমতায় যাবার লক্ষ্যে কথিত তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে নেমেছিল বিএনপি-জামায়াত জোট। একে গণতান্ত্রিক আন্দোলন বললেও সাধারণ জনগণ এতে সম্পৃক্ত হয়নি। গণতান্ত্রিক আন্দোলনের মোড়কে রাজনৈতিক অভিলাষ হাসিলের ব্যর্থতাকে ঢাকতে বিএনপি-জামায়াত শেষ পর্যন্ত বাসে পেট্রোল বোমা নিক্ষেপের মাধ্যমে সাধারণ নিরীহ মানুষ হত্যা, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের রাজনৈতিক সংস্কৃতি আমদানি করেছে। এর ফলশ্রুতিতে বিএনপি-জামায়াতের কথিত তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়নের অজুহাতে প্রায় ২৫ দিন হরতাল ও ৫৪ দিনের মত অবরোধ চলছে। শিক্ষা, চিকিত্সা, মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির ফলে সারাদেশে এক ধরনের শ্বেত সন্ত্রাস সৃষ্টি করা হয়েছে। এই অপকর্মের মূল উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা। আর এ লক্ষ্যে গণতান্ত্রিকভাবে শাসনতান্ত্রিক ধারাবাহিকতায় অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিত বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশকে একটি জাঙ্গীবাদী রাষ্ট্রে রূপান্তরিত করার অপচেষ্টা চলছে। এক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক অপশক্তিগুলোর সুগভীর চক্রান্ত ক্রমেই জোরদার হচ্ছে। রাজনৈতিক দেউলিয়া হয়ে বিএনপি বর্তমানে জামায়াতের নিকট আত্মসমর্পণ করেছে এবং সাংগঠনিকভাবে জামায়াতের ওপর পূর্ণমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছে। এখন খালেদা জিয়ার রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জামাতই মুখ্য ভূমিকা পালন করছে। তাছাড়া খালেদা জিয়ার নিকট রাজনৈতিক এবং সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে লন্ডনে বসবাসরত তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে লন্ডনে তারেক রহমান মৌলবাদী থিঙ্ক ট্যাঙ্ক এবং তাদের অর্থ দ্বারা নিয়ন্ত্রিত। বিএনপির ছত্রচ্ছায়ায় জামায়াত-শিবির গণতান্ত্রিক আন্দোলনের নামে পেট্রোল বোমা ও বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যকলাপের হিংস্রতা ও বিভীষিকা নতুন প্রজেন্মর নিকট স্পষ্ট হয়েছে। খালেদা জিয়ার পৃষ্ঠপোষকতায় জামায়াত-শিবির চক্রের মানবতাবিরোধী ও সন্ত্রাসী কার্যকলাপ দিবালোকের মত দেশ-জাতি ও জনগণের নিকট পরিষ্কার হয়েছে। আবারও প্রমাণিত হলো, গণতান্ত্রিক আন্দোলনে জামায়াত-শিবির একটি জগদ্দল পাথর। এই পাথরকে ঐক্যবদ্ধভাবে অপসারণের জন্য এগিয়ে আসা প্রত্যেক দেশপ্রেমিক



বিষয়: বিবিধ

৬৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File