এ সরকারের মেয়াদেই ফোর জি সেবা চালু হতে যাচ্ছে বাংলাদেশে

লিখেছেন লিখেছেন আবডুল রহমান ০৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০৬:৫০:২৩ সন্ধ্যা



২০১৬ সালের মধ্যেই বাংলাদেশের মানুষ চতুর্থ প্রজন্মের টেলিকমিউনিকেশন প্রযুক্তি (ফোর-জি) সেবা পাবেন বলে আশা করা হচ্ছে। আগামী বছরের শুরুতেই ফোর-জি তরঙ্গের নিলাম হবে। ইন্টারনেট যাতে সব মানুষের কাছে সমান থাকে এবং কম খরচে সবার কাছে পৌঁছাতে পারে সে পদেক্ষেপ নিচ্ছে সরকার। গত মেয়াদে সরকার থ্রিজি বাস্তবায়ন করেছে, নেটওয়ার্ক সব উপজেলায় পৌঁছে গেছে। দেশের প্রতিটি মানুষ, প্রতিটি গ্রামের মানুষকে যাতে সরকারি সেবা পেতে কষ্ট করতে না হয় ডিজিটাল বাংলাদেশের মূল উদ্দেশ্যই এটি। মানুষের হাতে কিছু থাকবে না, কম্পিউটারের হাতে থাকবে। তাহলে দেশে দুর্নীতি অনেকাংশে লাঘব হবে। মানুষের সেবা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বর্তমান সরকার যেভাবে দেশকে ডিজিটালের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে সেদিন আর দুরে নয় বাংলাদেশ পার্শ্ববর্তী উন্নয়নশীল যে দেশগুলো রয়েছে তাদেরকেও ছাড়িয়ে যাবে।

বিষয়: বিবিধ

৬৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File