৬ কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করে বিএনপির দেশের মানুষের সাথে প্রতারনা করেছে ।কিছু সিনিয়র নেতারা দলে থেকেও বিএনপির থেকে মুখ ফিরিয়ে পক্ষ নিয়েছে সাধারন মানুষের দূরদর্শার দিকে ।

লিখেছেন লিখেছেন আবডুল রহমান ৩১ জানুয়ারি, ২০১৫, ০৭:০৬:৩১ সন্ধ্যা



বিএনপির প্রতারনার তথ্য ফাস করে দিল তার কেন্দ্রীয় নেতারা। ৬ কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করে বিএনপি দেশের মানুষের সাথে প্রতারনা করেছে । তাই বিএনপির সাথে থেকেও সিনিয়র কয়েকজন নেতারা মুখ খুলছে সাধারন মানুষের দূরদর্শার দিকে।তারা এটাও মনে করে যে,বিএনপির রাজণীতি এখন গণতন্ত্র রক্ষার পরিবর্তে ক্ষমতা তন্ত্রের নেশায় সাধারন মানুষ পুড়িয়ে হত্যা করা।বিএনপির কিছু নেতারা আজ ভয়ে আতংকিত কারন বার্ন ইউনিটের এই মানুষ গুলোতো তারাই পুড়িয়াছে তাই তাদের দায়ভার তো তাদেরই নিতে হবে।

বিষয়: বিবিধ

৭৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File