সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় শীঘ্রই বাংলাদেশ থেকে কর্মী নেয়ার নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব

লিখেছেন লিখেছেন আবডুল রহমান ২৪ জানুয়ারি, ২০১৫, ০৫:১০:২১ বিকাল



বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী রয়েছে সৌদি আরব। দীর্ঘ প্রায় সাত বছর পর বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে সৌদি আরব। ২০০৮ সালে বাংলাদেশ থেকে কর্মী নেয়ার ওপর নিষেধাজ্ঞা দেয় সৌদি আরব সরকার। একইসঙ্গে দুই দেশের জনগণই যাতে শ্রমিকদের কাজে লাগানোর মাধ্যমে লাভবান হতে পারে সেজন্য যথাযথ প্রক্রিয়া ও কর্মকৌশল খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করছে দুই দেশ। বিদেশে কাজে যেতে আগ্রহী প্রায় ২২ লাখ লোক নিবন্ধন করেছে। তাদেরকে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ দেয়া হচ্ছে। মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও হংকংয়ে ইতিমধ্যে দক্ষ শ্রমিক পাঠাচ্ছে বাংলাদেশ। বর্তমানে সৌদি আরবে প্রায় ১২ লাখ ৮০ হাজার বাংলাদেশি শ্রমিক কাজ করছে। দেশের অর্থনীতিকে আরও সুদৃঢ় করতে সরকারের এ প্রয়াস অবশ্যই প্রশংসার দাবি রাখে।

বিষয়: বিবিধ

৮৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File