সরকারের পরিকল্পনায় কৃষকের কথা চিন্তা করে কৃষি খাতে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের সুদের হার ২ শতাংশ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক
লিখেছেন লিখেছেন আবডুল রহমান ২৮ ডিসেম্বর, ২০১৪, ০৬:০৯:৩১ সন্ধ্যা
কৃষি খাতে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণে সুদের হার ২ শতাংশ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছরের প্রথম দিন থেকে কৃষকরা সর্বোচ্চ ১১ শতাংশ সুদে কৃষি ঋণ নিতে পারবেন। বর্তমানে সুদ গুণতে হয় ১৩ শতাংশ। আমানত ও ঋণের সুদ হারের নিম্নমুখী প্রবণতা বিবেচনায় অগ্রাধিকার খাত হিসেবে কৃষি ও পল্লী ঋণের সুদ হারের ঊর্ধ্বসীমা ১৩ শতাংশের পরিবর্তে ১১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ১ জানুয়ারি ২০১৫ সাল থেকে এ নির্দেশনা কার্যকর হবে। বাজার চাহিদা বিবেচনায় বেশ কিছু দিন ধরে ঋণ ও আমানতের সুদ হার কমে আসছে। কৃষি খাতে সুদ হারের উর্ধ্বসীমা কমানো হয়েছে। এতে করে কৃষকরা বর্তমানের তুলনায় বেশি উপকৃত হবেন। আর্থিক খাত সংস্কার কর্মসূচির আওতায় ১৯৮৯ সালের পর থেকে ব্যাংকগুলো নিজেরাই সুদ হার নির্ধারণ করতে পারে। পরবর্তীতে ২০১১ সালে এক নির্দেশনার মাধ্যমে কয়েকটি খাত ছাড়া সুদহারের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করা হয়। ২০১২ সালের জানুয়ারীতে আরেক নির্দেশনার মাধ্যমে প্রি-শিপমেন্ট-রপ্তানিঋন ও কৃষি ছাড়া অন্যান্য খাতে সুদহারের উর্ধসীমা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক।
বিষয়: বিবিধ
৮৩৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন